থামল রুপোলি পর্দার পথ চলা, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়

থামল রুপোলি পর্দার পথ চলা, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়

কলকাতা: প্রয়াত প্রবীণ অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা, ধারাবাহিক ও দূরদর্শনে কাজ করে এসেছেন দেবরাজ রায়। একসময়ে টেলিভিশনে খবর পড়তেন তিনি। তারপরে একাধিক ছবিতেও তিনি অভিনয় করেন। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন অভিনেতা। সালটা ছিল ১৯৭০ সাল। এরপরে মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ ছবিতে তাঁর অভিনয় দেবরাজকে যেন পৌঁছে দিয়েছিল বাঙালির ঘরে ঘরে। তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহের মতো স্বনামধন্য পরিচালকদের সঙ্গে কাজ করেছেন দেবরাজ। ‘মর্জিনা-আবদুল্লা’ ছবিতে দেবরাজের অভিনয় ভোলার নয়। প্রয়াত হলেন বাংলার সেই জনপ্রিয় অভিনেতা।

আগামীকাল অভিনেতার দেহ নিয়ে আসা হবে সল্টলেকে তাঁর নিজের বাড়িতে। প্রয়াত অভিনেতার স্ত্রী অনুরাধা রায়ও অভিনেত্রী। আগামীকাল অভিনেতা বাসভবনেই তাঁকে শেষবারের মতো দেখতে যেতে পারবেন অনুরাগীরা। কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন গত ৫ দিন। আজ সন্ধে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরেই রূপোলি পর্দায় দেখা যেত না তাঁকে। অভিনয় ছেড়েছিলেন দীর্ঘদিনই। তবে অনেক বয়স পর্যন্তই অভিনয় করেছেন দেবরাজ। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দূরদর্শন থেকেই। এরপরে সত্যজিৎ রায়ের হাত ধরেই রুপোলি পর্দায় এসেছিলেন অভিনেতা। তাঁর নায়োকচিত হাসি ভুলতে পারে এমন মানুষ নেই। দেবরাজ বিভিন্ন ছবিতে অভিনয় করে একেবারে বাঙালির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। গোটা কেরিয়ার জুড়ে মূলত পার্শ্বচরিত্রতেই অভিনয় করে এসেছেন তিনি। তা সত্ত্বেও তিনি মানুষের মন জয় করে নিয়েছিলেন অভিনয়ের মাধ্যমেই। বিবাহ অভিযানের মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। থামল তাঁর রূপোলি পর্দার পথচলা। দেবরাজ রেখে গেলেন অনেক ছবি আর অনেকটা স্মৃতি। তাঁর স্ত্রী অনুরাধা এখনও দাপিয়ে অভিনয় করে চলেছেন। দেবরাজের প্রয়াণে স্বামী হারা হলেন অনুরাধা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকাহত গোটা টলিউড।

(Feed Source: abplive.com)