Gaza School Attack: স্কুলেরও রেহাই নেই, গাজার জাবালিয়ায় বিধ্বংসী ইজরায়েলি হামলায় নিহত শিশু-সহ ২৮

Gaza School Attack: স্কুলেরও রেহাই নেই, গাজার জাবালিয়ায় বিধ্বংসী ইজরায়েলি হামলায় নিহত শিশু-সহ ২৮

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েল-প্যালেস্টাইন লড়াইয়ের এক বছর পরিয়ে গেলেও ইজরায়েলের হামলার বিরাম নেই। বেছে বেছে তারা হামলা চালাচ্ছে একেবার অসামরিক টার্গেটগুলিতেই। এবার গাজার জাবালিয়ায় একটি স্কুলে হামলা চালাল ইজরায়েল। ওই হামলায় সম্পূর্ণ মাটিতে মিশে গিয়েছে স্কুলটি। নিহত কমপক্ষে ২৮। এদের অনেকেই শিশু।

আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন শরনার্থীরা। উত্তর গাজার সেই স্কুলেই হামলা চাসলায় ইজরায়েলি সেনা। ওই এলাকায় ইজরায়েল এখন স্থল হামলাও চালিয়ে যাচ্ছে।

প্যালেস্টাইনের স্বাস্থ্য কর্মকর্তা মেধাত আব্বাস জানিয়েছেন, ইসরায়েলের নতুন করে স্থল আক্রমণের পর প্রায় দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা এই এলাকায় বৃহস্পতিবারের হামলায় আরও ১৬০ জন আহত হয়েছেন। তিনি বলেন, আগুন নেভানোর জল নেই। কিছুই নেই। এটা একটা গণহত্যা। অসামরিক নাগরিক ও শিশুদের হত্যা করা হচ্ছে, আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে।

অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের যোদ্ধাদের লক্ষ্য করে হামলাটি করা হয়েছে। যোদ্ধারা জাবালিয়ার আবু হুসেন স্কুলের মধ্যে থেকে কাজ করছিল। মূলত এই স্কুলটি বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসাবে কাজ করছে।

প্যালেস্টিলিয় উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ পরিচালিত স্কুলকে যুদ্ধের উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে হামাস। তারা এক বিবৃতিতে বলেছে, এই ধরনের অভিযোগ মিথ্যা ছাড়া কিছুই নয়।

গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইজরাইল গাজা উপত্যকায় বিমান ও স্থলহামলা চালিয়ে যাচ্ছে। এই সব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে।

(Feed Source: zeenews.com)