বিদিপ্তা-চৈতিরা কেন অনশন করছেন? আপত্তি মুখ্য সচিবের! কড়া জবাব কিঞ্জলদের

বিদিপ্তা-চৈতিরা কেন অনশন করছেন? আপত্তি মুখ্য সচিবের! কড়া জবাব কিঞ্জলদের

ধর্মতলায় অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা এবং সায়ন্তনী ঘোষ হাজরার ‘আমরণ অনশন’ আজ ১৫তম দিনে পড়ল। শরীর ভাঙছে, সর্বক্ষণের যন্ত্রণা সঙ্গে নিয়েই দাবি আদায়ের লড়াইয়ে অবিচল তাঁরা। জুনিয়র ডাক্তারদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে শনিবার সকাল ১১টা থেকে ২৪ ঘন্টা প্রতীকী অনশনে যোগ দিয়েছেন টলিপাড়ার সাতজন। তালিকায় রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, চৈতি ঘোষাল, প্রতীক সেন, সৌম্য,দেবলীনা এবং তানিকা।

শুরু থেকেই আরজি কাণ্ড নিয়ে সরব হয়েছিল এই সাতজন। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন উজার করে দিয়েছেন। এবার প্রতীকি অনশনেও যোগ দিয়েছেন। এবার এই নিয়েই প্রশ্ন তুলল রাজ্য সরকার। শনিবার অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই তিনি সরাসরি প্রশ্ন তোলেন ‘সেলিব্রিটিরা কেন অনশন মঞ্চে?’ রাজ্য প্রশাসনের এই নিয়ে আপত্তি রয়েছে বলেও জানান তিনি। সেই কথা সরাসরি জুনিয়র ডাক্তারদের বলেন।

সেলেবদের অনশন প্রত্যাহার করে নেওয়ার কথাও জুনিয়র ডাক্তারদের বলতে বলেন মুখ্যসচিব। যদিও তাঁরা স্পষ্ট জানান, কাউকেই জোর করে অনশন মঞ্চে বসাননি তাঁরা। চিকিৎসক কিঞ্জল নন্দ স্পষ্ট জানান, ‘এখানে কেউ কাউকে জোর করে এনে অনশন করায়নি। তাঁরা নিজেদের বিবেককে জাগ্রত করে, মেরুদণ্ড সোজা রেখে অনশন করতে এসেছেন।’

২৪ ঘণ্টার জন্য কেবলমাত্র জল ছাড়া আর কিচ্ছু খাবেন না বিরসা-বিদিপ্তারা স্পষ্ট জানিয়েছেন তাঁরা। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে থাকতেই এই পদক্ষেপ তাঁদের। মুখ্য়সচিবের প্রশ্নে হতবাক দেবলীনা। তিনি পালটা জানতে চান, ‘১৪ দিন এখানে অনশন করে যাচ্ছেন ডাক্তাররা। একদিনও তো প্রশ্ন করা হয়নি। এই বিভাজন কেন করা হচ্ছে? ওদের সঙ্গে আমাদের কোনও তফাৎ নেই।’ চৈতি ঘোষালের মুখেও একই কথা। তিনি বলেন, ‘আমাদের ন্যায্য লেগেছে ডাক্তারদের দাবিদাওয়া। মুখ্যমন্ত্রীকে আমি এটাই বলব আমি তো আগে একজন মানুষ। তারপর অভিনেত্রী। আমি মানুষ হিসাবে যা ঘটেছে তার তীব্র প্রতিবাদ করে রাস্তায় নেমেছি।’

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া এদিন ফেসবুকের দেওয়ালে সাতজন টলি তারকাকে নিয়ে কলম ধরলেন। তিনি লেখেন, ‘সিনেমা বেশী একটা দেখি না। হিরো ,হিরোইন দের কেও বেশী চিনি না। ন্যায়বিচার এর দাবী নিয়ে শুরু হওয়া আমাদের আন্দোলন নিয়ে এনাদের প্রথম থেকে রাজপথে দেখছি। আর অবাক হয়ে দেখছি প্রতিদিন। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর, অন্যায় কে অন্যায় বলে প্রতিবাদ করার ভাষা এদের থেকে শিখছি রোজ। হিরো,হিরোইন সিনেমাতে প্রতিবাদী রাজপথে… সবার ভালোবাসাতে…এরা আছে ,থাকবে’।

সহকর্মীর এই পোস্ট নিজের দেওয়ালে শেয়ার করে ভালোবাসা জানান কিঞ্জল নন্দ। সোমবার জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় নবান্নে সময় দিলেন তিনি। মুখ্যসচিব মনোজ পন্থের মাধ্যমে টেলিফোনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বেশকিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন না ভেঙেই কাল মমতার সঙ্গে বৈঠকে যাবেন ১০ সদস্যের প্রতিনিধি দল, স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা।

(Feed Source: hindustantimes.com)