বিদিপ্তা-চৈতিরা কেন অনশন করছেন? আপত্তি মুখ্য সচিবের! কড়া জবাব কিঞ্জলদের
ধর্মতলায় অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা এবং সায়ন্তনী ঘোষ হাজরার ‘আমরণ অনশন’ আজ ১৫তম দিনে পড়ল। শরীর ভাঙছে, সর্বক্ষণের যন্ত্রণা সঙ্গে নিয়েই দাবি আদায়ের লড়াইয়ে অবিচল তাঁরা। জুনিয়র ডাক্তারদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে শনিবার সকাল ১১টা থেকে ২৪ ঘন্টা প্রতীকী অনশনে যোগ দিয়েছেন টলিপাড়ার সাতজন। তালিকায় রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, চৈতি ঘোষাল, প্রতীক সেন, সৌম্য,দেবলীনা এবং তানিকা। শুরু থেকেই আরজি কাণ্ড নিয়ে সরব হয়েছিল এই সাতজন। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন উজার করে দিয়েছেন। এবার প্রতীকি…