‘এই জন্যই এত দ্রোহ?’ নতুন কাজের খবর দিতেই কটাক্ষের শিকার বিদীপ্তা!
আরজি কর ঘটনার পর দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে, ডাক্তারদের পাশে থাকতে আন্দোলনে নেমেছিলেন বিদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতেন নানা আপডেট। এবার সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন কাজের খবর দিতেই হলেন কটাক্ষের শিকার। জবাবে কী বললেন তিনি? কী ঘটেছে? শনিবার, ১৬ অক্টোবর বিদীপ্তা চক্রবর্তী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে তাঁর আগামী কাজের কথা ঘোষণা করেন। শেয়ার করেন ছবির পোস্টার। সেখানেই দেখা গেল তাঁকে আগামীতে এসকে মুভিজ প্রযোজিত উড়নছু ছবিটিতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন তাঁর বোন সুদীপ্তা চক্রবর্তীও। থাকবেন টলিউডের…