ঋষির সঙ্গে গোপনে বিয়ে সেরে নিলেন বিদিপ্তা? ভাইরাল ছবি নিয়ে জবাব গায়িকার
খ্যাতির বিড়ম্বনা অশেষ! হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিদিপ্তা চক্রবর্তী। রিয়ালিটি শো-এর মঞ্চে পরিচিত নাম বাংলার এই কন্যে। সারেগামাপা-র দৌলতে লাইমলাইটে উঠে এসেছিলেন এই সুন্দরী। এরপর ইন্ডিয়ান আইডল ১৩-র হাত ধরে পরিচিতির গণ্ডি বাড়ে বিদিপ্তার। ‘ইন্ডিয়ান আইডল ১৩’-র মঞ্চে বিজয়ীর ট্রফি উঠেছিল অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং (Rishi Singh)-এর হাতে। কিন্তু এই রিয়েলিটি শোয়ের মঞ্চে মূল আকর্ষণ ছিল ঋষি-বিদিপ্তা জুটি। তাঁদের রসায়ন বরাবর দর্শককে মুগ্ধ করেছে। দুজনে মুখে হামেশাই পরস্পরকে বন্ধু বলে এসেছেন, কিন্তু তাঁদের ভালোবাসার সাজানো গল্প এতটাই জনপ্রিয় যে…


