আমজনতার নাগালেই ‘উড়ান’, তিন রাজ্যে আরও তিন বিমানবন্দর উদ্বোধন মোদীর

আমজনতার নাগালেই ‘উড়ান’, তিন রাজ্যে আরও তিন বিমানবন্দর উদ্বোধন মোদীর

আকাশ পথে ভারতের বিভিন্ন অঞ্চলকে জুড়তে শুরু হয়েছে আঞ্চলিক যোগাযোগ প্রকল্প (আরসিএস)। সেই প্রকল্পের অধীনেই নির্মিত তিনটি বিমানবন্দরের উদ্বোধন হল রবিবার। উদ্বোদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তিনটি বিমানবন্দরের অবস্থান হল যথাক্রমে – মধ্যপ্রদেশের রেওয়া, ছত্তীসগড়ের অম্বিকাপুর এবং উত্তরপ্রদেশের সাহারানপুর।

উল্লেখ্য, দেশের আমজনতাও যাতে প্রয়োজনে বিমানে চড়ে দ্রুত ভারতের এক প্রান্ত থেকে অন্য যেকোনও প্রান্তে যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করাই সংশ্লিষ্ট প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। যে কারণে এর নামকরণ করা হয়েছে ‘উড়ে দেশ কা আম নাগরিক’ (অর্থাৎ, দেশের আমজনতাও উড়ানের সুবিধান পাক) বা সংক্ষেপে ‘উড়ান’।

উল্লেখ্য, ভারতের জাতীয় অসামরিক উড়ান নীতি (এনসিএপি)-এর অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে রবিবার এই তিনটি বিমান্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত, ২০১৬ সালের ২১ অক্টোবর বিমান মন্ত্রক সংশ্লিষ্ট এই নীতি ঘোষণা করেছিল। রবিবার তার অষ্টম বর্ষপূর্তির অনুষ্ঠান পালন করা হয় উত্তরপ্রদেশের বারাণসীতে।

‘উড়ান’ হল এনসিএপি-র অন্যতম প্রধান অংশ। এবং এর আওতায় শীঘ্রই সংশ্লিষ্ট তিনটি বিমানবন্দর থেকে ভর্তুকি মূল্যে আরসিএস বিমান পরিষেবা শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের অধীনে প্রথম ‘উড়ান’ বিমানের উদ্বোধন করেছিলেন সিমলা-দিল্লি রুটে। তারপর থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষেরও বেশি যাত্রী এই পরিষেবার সুবিধা লাভ করেছেন। কেন্দ্রের বিমান মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

সেই তথ্য বলছে, এখনও পর্যন্ত সারা দেশে ৬০০টিরও বেশি ‘উড়ান’ রুট তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট রুটগুলিতে এ৩২০, বোয়িং ৭৩৭-এর মতো বিমান পরিষেবা প্রদান করছে। পাশাপাশি, বিভিন্ন জায়গায় ছোট বিমান, চপার এবং সিপ্লেনের মাধ্যমেও যাত্রী পরিষেবা চালানো হচ্ছে। এর ফলে ছোট শহরের বাসিন্দারাও বিমান পরিষেবার সুবিধা পাচ্ছেন বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

ইন্টারগ্লোব অ্য়াভিয়েশন এবং ইন্ডিগো সংস্থার এমডি রাহুল ভাটিয়া এই প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সরকার বিমান পরিষেবা প্রদানের ক্ষেত্রে যেভাবে কাজ করছে, আমি আমার ৩০ বছরের কর্মজীবনে এমনটা কখনও কাউকে করতে দেখিনি।’

প্রশংসার একই সুর শোনা গিয়েছে আকাশ এয়ারের সিইও বিনয় দুবের গলাতেও। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিমান পরিষেবায় এক সোনালী দশক আসতে চলেছে। আগামী ১০ বছর অনেক সম্ভাবনা রয়েছে বলেই আমার মনে হচ্ছে।’

(Feed Source: hindustantimes.com)