নয়াদিল্লি: এই বছরের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু তারপর থেকে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া এখনও পাকাপাকিভাবে ওয়ার্নারের কোনও বিকল্প খুঁজে পাননি। সামনেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে বড় সিরিজ় (India vs Australia)। সেই সিরিজ়ের ঠিক মাসখানেক আগে ওয়ার্নার দলের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসা ইঙ্গিত দিয়ে রাখলেন।
ওয়ার্নারের অভিজ্ঞতা এবং দক্ষতা দুইই রয়েছে। ২৬টি শতরান ও ৪৪-র অধিক গড় নিয়ে লাল বলের ক্রিকেটে রান করেছেন তিনি। বিশেষত যেখানে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে হারের হ্যাটট্রিক এড়াতে তৎপর, সেখানে ওয়ার্নারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের শক্তি বাড়াবে। দল ডাকলে কিন্তু ওয়ার্নার একেবারে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি তো সবসময় উপলব্ধ রয়েছি। খালি একটা ফোনের অপেক্ষা।’
তারকা ক্রিকেটার আরও যোগ করেন, ‘আমি সবসময়ই একদম সিরিয়াস। সত্যি বলতে, ওদের যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমি পরের (শেফিল্ড) শিল্ড ম্যাচে মাঠে নেমে দলের হয়ে তারপর খেলতে তৈরি। আমার অবসরের কারণ ছিল এবং আমি সত্যিই বিদায় জানাতে চেয়েছিলাম। তবে যদি আর কাউকে না পাওয়া যায়, তাহলে আমি সামনে এগিয়ে আসতে সবসময় প্রস্তুত। এই বিষয়টি লুকোনোর তো কোনও কারণ বা জায়গা নেই।’ ওয়ার্নার যে গোটা বিষয়ে সিরিয়াস এবং তিনি মজা করছেন না, তা সাফ জানিয়ে দেন।
এই সিরিজ়ের আগে কিন্তু ভারতীয় দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অজ়ি অধিনায়ক প্যাট কামিন্সও। অধিনায়ক কামিন্স বলেন, ‘ভারতের বিরুদ্ধে বিগত কয়েকটি টেস্ট সিরিজ়ে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের খেলা নিয়ে আমরা গর্ব করি। অস্ট্রেলিয়ার মাটিতে খেললে আমাদের প্রত্যাশা একটু বেশিই থাকে। গত সিরিজ়গুলি খুটিয়ে দেখলে বোঝা যাবে যে কাঁটায় কাঁটায় লড়াই হয়েছে। গাব্বায় শেষ সেশন অবধি লড়াই চলেছিল। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। ওই সিরিজে খেলা কিন্তু অনেকেই এখনও দলে রয়েছে। আমরা এখানে সেই হতাশার দূর করতে চাই, নিজেদের ভুলগুলি সংশোধন করে নিতে চাই।’
(Feed Source: abplive.com)