জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ট্রোক মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত একটি রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছরে সারা বিশ্বে প্রায় ১৫ মিলিয়ান মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোক সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছর ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়।
সময়ের মধ্যে সঠিক ট্রিটমেন্ট করতে পারলে সহজেই বাঁচতে পারে স্ট্রোকে আক্রান্তের প্রাণ। কিন্তু কীভাবে ? সহজেই দেখা যেতে পারে কিছু লক্ষণ। যেমন- মুখ ঝুলে যাওয়া, হাত অবস হওয়া, কথা বলতে সমস্যা।
এইসব লক্ষণ কমবেশি স্ট্রোকের সঙ্গে যুক্ত। ফলে এই লক্ষণগুলি রোগীর মধ্যে দেখা গেলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রথম এক ঘণ্টা বা ষাট মিনিট খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ‘গোল্ডেন আওয়ারে’ রোগীকে ভর্তি করান সম্ভব হয় তাহলে সহজেই বাঁচতে পারে প্রাণ।
(Feed Source: zeenews.com)