কলকাতা: কালীপুজো মানেই তো আলোর উৎসব। আর কালীপুজো মানেই অনেকের কাছেই বাজি পোড়ানো। আর সেই বাজি মানুষের আনন্দের কারণ হলেও, পথের পশুদের কার্যত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় এই বাজিই। আর কালীপুজোর দিন বাজি পোড়ানোর জন্য যাতে পশুদের ক্ষতি নয় হয়, সেই বার্তাই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) ও অন্যান্য শিল্পীরা।
তথাগত, স্বস্তিকার মতো টলিউডের অনেকেই পথের পশুদের নিয়ে কাজ করে। প্রত্যেক সময়েই তাদের ভাল মন্দের বিষয় শেয়ার করে নিতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কোনও পথকুকুর অসুস্থ হলেও সোশ্যাল মিডিয়ায় সেই বিষয় জানিয়েও সাহায্য চান তাঁরা। আর কালীপুজোর দিনেও সোশ্যাল মিডিয়ায় শব্দবাজি থেকে বিরত থাকারই বার্তা দিলেন টলিউডের অভিনেতারা। শব্দবাজির ফলে, পশু থেকে শুরু করে পাখিরা পর্যন্ত বিব্রত হয়, অনেকেই মারা যায়। আর সেই কারণেই কালীপুজো আলোর উৎসব হলেও বাজি, বিশেষ করে শব্দবাজি থেকে বিরত থাকারই পরামর্শ দিচ্ছেন স্বস্তিকা তথাগতরা।
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা একটি ছোট্ট কুকুরকে নিয়ে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বেগুনি পোশাকে সেজে একটা ছোট্ট পাপ্পির সঙ্গে আমার পাগলামি। কারণ আমি বিশ্বাস করি কালীপুজোর আসল জ্যোতি তো দয়ালু হওয়াতেই। আসুন আমরা সবাই মিলে এমন দীপাবলি পালন করি, যাতে আমাদের চারপেয়ে বন্ধুদের কোনও অসুবিধা না হয়।’
সোশ্যাল মিডিয়ায় একই বার্তা শেয়ার করে নিয়েছেন তথাগতও। তিনি লিখেছেন, ‘ওদের পিছনে আতসবাজি না ছুঁড়ে বাজি ধরুন, ওদের মুখে খাবার তুলে দেওয়ার।’ তথাগত পথকুকুরদের নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করেন। তিনিও এবিষয়ে যথেষ্ট অবগত যে বাজি চারপেয়েদের ভীষণই বিব্রত করে। সেই কারণেই তথাগত সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন এমনভাবে দীপাবলি উদযাপন করার যাতে পথকুকুরদের কোনও সমস্যা না হয়।
(Feed Source: abplive.com)