Garfa woman death mystery: গড়ফায় তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় বিরাট মোড়! প্রাথমিকভাবে কী কী পাওয়া গেল ময়নাতদন্তে?

Garfa woman death mystery: গড়ফায় তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় বিরাট মোড়! প্রাথমিকভাবে কী কী পাওয়া গেল ময়নাতদন্তে?

Garfa woman death mystery: গড়ফায় তরুণীর মৃত্যুর ঘটনায় একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তের পরে রহস্যমৃত্যুর ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গড়ফার ফ্ল্যাটে উদ্ধার হয় যুবতীর দেহ৷

কলকাতা: গড়ফায় তরুণীর মৃত্যুর ঘটনায় একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তের পরে রহস্যমৃত্যুর ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের প্রাথমিক অনুসন্ধান, মাথার ভিতরে হ্যামারেজ ও রক্তজমাট বেঁধে রয়েছে। তাঁদের মত, পড়ে গিয়ে এই ধরনের আঘাত লাগতে পারে। তদন্তকারীদের একাংশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের জন্য বেকায়দায় পড়ে গিয়ে মাথার ভিতরে আঘাত লাগতে পারে, তবে এখনই বলা যাচ্ছে না।যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাইরে থেকে কোনও বস্তু দিয়ে আঘাত বা মারধরের চিহ্ন নেই, যৌন হেনস্থার কোনও চিহ্নও পাওয়া যায়নি। তবে তরুণী সেই সময় মদ্যপ ছিলেন বলে জানা গিয়েছে।

কালীপুজোর দিন রাতে গড়ফার শহিদ কলোনিতে বিকাশ দত্ত নামে ওই যুবকের ফ্ল্যাটের বাইরের সিঁড়ি থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়৷ ওই তরুণী বিকাশ দত্ত নামে ওই যুবকের সঙ্গে থাকতেন৷ দু জনে মদ্যপানও করতেন৷ যুবতীর মৃত্যুর পর জানা যায়, তিনি বিবাহিত ছিলেন৷ ২০১৩ সালে বিয়ে হলেও ২০২০ সাল থেকে স্বামীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছিল তাঁর৷

এই ঘটনায় বিকাশ দত্ত নামে যুবতীর পুরুষ সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তরুণীর মৃত্যুকে ঘিরে এই রহস্যের মধ্যেই যুবতীর স্বামী এসে অভিযোগ করেন, বিকাশ তাঁর স্ত্রীর উপরে অত্যাচার করতেন৷ মৃতার বাবাও একই অভিযোগ করেন৷

এরই মধ্যে এক প্রতিবেশী দাবি করেছেন, কালীপুজোর দিন প্রসাদ দিতে তিনি বিকাশদের ফ্ল্যাটে যান৷ সেখানে তখন চারজন উপস্থিত ছিলেন৷ বিকাশ এবং ওই তরুণী ছাড়াও ফ্ল্যাটে আরও দুই পুরুষ ছিলেন৷ এই দুই পুরুষ কারা, তা নিয়েই সন্দেহ দানা বেঁধেছে৷ কারণ প্রতিবেশীদের অনেকেই জানাচ্ছেন, ওই যুবতীর স্বামী এবং বর্তমান পুরুষ সঙ্গীকে একসঙ্গে মদ্যপান করতে দেখেছেন তাঁরা৷ একসঙ্গে তাঁদের দেখাও যেত।