Relationship news: বাসের মধ্যে সঙ্গমে মগ্ন প্রেমিক-প্রেমিকা! জানলা দিয়ে দেখা যেতেই ভাইরাল ভিডিও, বিপাকে কন্ডাক্টর
Relationship news: মুম্বইতে একটি অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে! নভি মুম্বাই মিউনিসিপাল ট্রান্সপোর্টের (NMMT) সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাসের ভিতরে সঙ্গমরত অবস্থায় ধরা পড়েছে এক যুগল। মুম্বইতে একটি অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে! নভি মুম্বাই মিউনিসিপাল ট্রান্সপোর্টের (NMMT) সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাসের ভিতরে সঙ্গমরত অবস্থায় ধরা পড়েছে এক যুগল। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই প্রেমিক-প্রেমিকার বয়স ২০-র কোঠায়। ওই বাসটির পিছনের সারির জানালার দিকে বসেছিলেন ওই দুজন। অন্য একটি বাসে চলা যাত্রী এই যুগলের ভিডিও রেকর্ড করেন, পরে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।…




