
Relationship news: মুম্বইতে একটি অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে! নভি মুম্বাই মিউনিসিপাল ট্রান্সপোর্টের (NMMT) সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাসের ভিতরে সঙ্গমরত অবস্থায় ধরা পড়েছে এক যুগল।
মুম্বইতে একটি অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে! নভি মুম্বাই মিউনিসিপাল ট্রান্সপোর্টের (NMMT) সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাসের ভিতরে সঙ্গমরত অবস্থায় ধরা পড়েছে এক যুগল।
প্রত্যক্ষদর্শীদের দাবি ওই প্রেমিক-প্রেমিকার বয়স ২০-র কোঠায়। ওই বাসটির পিছনের সারির জানালার দিকে বসেছিলেন ওই দুজন। অন্য একটি বাসে চলা যাত্রী এই যুগলের ভিডিও রেকর্ড করেন, পরে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
সংবাদমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, ওই সরকারি বাস সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, যে বাস কন্ডাক্টরের কেন এই ঘটনা থামাতে ব্যর্থ হলেন, তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওই আধিকারিক বলেন “কন্ডাক্টরকে সতর্ক করা হয়েছে এবং তাকে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে যে কী ভাবে তার নজরদারিতে এমন অশ্লীল ঘটনা ঘটল।”
তিনি জানিয়েছেন বাসের সামনের দিকে বসেছিলেন কন্ডাক্টর, তিনি এই ঘটনার বিষয় জানতেনই না। তবে বাসের মধ্যে এই ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।
(Feed Source: news18.com)
