Iron Beam: ইরান-লেবাননকে ঠেকাতে ইজরায়েল ময়দানে নামাচ্ছে ভয়ংকর এই অস্ত্র

Iron Beam: ইরান-লেবাননকে ঠেকাতে ইজরায়েল ময়দানে নামাচ্ছে ভয়ংকর এই অস্ত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়রন ডোমের পর এবার দেশের প্রতিরক্ষায় ইজরায়েল আনছে ‘আয়রন বিম’ প্রয়ুক্তি। ইজরালের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, আগামী বছরই দেশের প্রতিরক্ষায় মোতায়েন করা হবে এই আয়রন বিম সিস্টেম। রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও এলবিট সিস্টেম নামে দুটি কোম্পানিকে ওই সিস্টেম তৈরির জন্য ৫০০ মিলিয়ন ডলারের বরাত দিয়েছে ইজরায়েল সরকার।

আয়রন বিম তৈরি হয়েছিল আয়রন ডোম-এর সঙ্গেই।  যে কোনও উডন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই আয়রন বিম।  ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইয়েল জামির সংবাদমাধ্যমে বলেন, যুদ্ধের কৌশলে এটি একটি নতুম মাত্রা যোগ করবে। এক বছরের মধ্যে এই লোজার নির্ভর অস্ত্র কাজ শুরু করে দেবে।

২০২১ সালে এই আয়রন বিম-এর প্রটোটাইপটি সামনে আনে ইজরায়েল। কয়েক কিলোমিটার দূর থেকে শক্তিশালী লেজার বিমের সাহায্যে লক্ষ্যবস্তুর উপরে আঘাত হানতে পারে এই অস্ত্র। আয়রন ডোমের প্রতিরক্ষার জন্য যেখানে এক একটি মিসাইলের জন্য খরচ হয় ৫০ হাজার ডলার সেখানে আয়রন বিমের জন্য একেবারে নামমাত্র। লেবানন থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোন ও মিসাইল ঠেকাতে হিমসিম খাচ্ছে আয়রন ডোম সিস্টেম সেখানে অনেক ভালো কাজ করবে এই আয়রন বিম সিস্টেম।

এদিকে, এই আয়রন বিম সিস্টেমের একটা সমস্যা হল আবহাওয়া। মেঘ, বৃষ্টি ও কুয়াশা এই আয়রন বিমের ক্ষমতা অনেকটাই কমিয়ে দিতে পারে।  বিশেষ করে এক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা। পাশাপাশি এটি চালানোর জন্য চাই প্রচুর পরিমানে শক্তি।

(Feed Source: zeenews.com)