Iron Beam: ইরান-লেবাননকে ঠেকাতে ইজরায়েল ময়দানে নামাচ্ছে ভয়ংকর এই অস্ত্র
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়রন ডোমের পর এবার দেশের প্রতিরক্ষায় ইজরায়েল আনছে ‘আয়রন বিম’ প্রয়ুক্তি। ইজরালের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, আগামী বছরই দেশের প্রতিরক্ষায় মোতায়েন করা হবে এই আয়রন বিম সিস্টেম। রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও এলবিট সিস্টেম নামে দুটি কোম্পানিকে ওই সিস্টেম তৈরির জন্য ৫০০ মিলিয়ন ডলারের বরাত দিয়েছে ইজরায়েল সরকার। আয়রন বিম তৈরি হয়েছিল আয়রন ডোম-এর সঙ্গেই। যে কোনও উডন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই আয়রন বিম। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইয়েল…