জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরে রক্তপাত চলছেই। এবার গ্রেনেড হামলা। ভিড়ে ঠাসা শ্রীনগরের ব্য়স্ত টিআরসি মার্কেটে রবিবার এই গ্রেনেড হামলা। হামলা চালাল অজ্ঞাতপরিচয় জঙ্গিরা৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় বাজারে প্রচুর লোকজনের ভিড় ছিল, স্থানে-স্থানে জমায়েতও হয়েছিল ৷ সেখানেই সহসা বিস্ফোরণ। ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিস এবং আধাসেনা এলাকা ঘিরে রেখেছে ৷ গ্রেনেড হামলায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷
ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে এক অদ্ভুত যোগ মিলছে– গতকালই লস্কর-ই-তৈবা-র এক শীর্ষ পাকিস্তানি কমান্ডারকে শ্রীনগরের খানিয়ার থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরেই এই ঘটনা। সর্বত্র আতঙ্কের আবহাওয়া। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে ‘ডিপলি ডিস্টার্বিং’ বলে উল্লেখ করেছেন।
গত কয়েকদিন ধরেই উপত্যকার নানা জায়গায় হামলার খবর মিলেছে। যা খুবই বিরক্তিকর ও উদ্বেগের বলেও মন প্রকাশ ওমরের। তিনি আরও বলেছেন, আজ, রবিবার ব্যস্ত শহরে কিছু দোকানির উপর হামলা ঘটে। নিরীহ সাধারণ মানুষকে কেন এভাবে আক্রমণ করা হচ্ছে, কে জানে! নিরাপত্তা বাহিনীকে যে ভাবেই হোক এর একটা অবসান ঘটাতে হবে। যাতে মানুষ এখানে নির্ভয়ে বাস করতে পারেন।
(Feed Source: zeenews.com)