NIA arrest TMC worker: গোপনে বাড়িতে এসেছিলেন পলাতক তৃণমূল কর্মী! তক্কে তক্কে ছিল এনআইএ, খবর পেয়েই গ্রেফতার

NIA arrest TMC worker: গোপনে বাড়িতে এসেছিলেন পলাতক তৃণমূল কর্মী! তক্কে তক্কে ছিল এনআইএ, খবর পেয়েই গ্রেফতার

২০২৩ সালের মে মাসে ময়নার বাকচা গ্রামে গুলি করে খুন করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে৷

ধৃত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল (বাঁদিকে)৷

ময়না: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করল এনআইএ৷ ধৃত ওই তৃণমূল কর্মীর নাম নবকুমার মণ্ডল৷ মঙ্গলবার সন্ধ্যায় ময়নার বাকচা গ্রামের বাড়ি থেকেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷

২০২৩ সালের মে মাসে ময়নার বাকচা গ্রামে গুলি করে খুন করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে৷ এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ বিজেপির বুথ সভাপতির হত্যাকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশই বহাল রাখে৷

তদন্তে নেমে আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এনআইএ৷ গ্রামে ক্যাম্প করে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তও চালায় তারা৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অন্যতম অভিযুক্ত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল৷

সূত্রের খবর, কয়েকদিন আগে গোপনে বাকচা গ্রামের বাড়িতে আসেন নবকুমার মণ্ডল৷ সেই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় এনআইএ-এর একটি দল৷ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় নবকুমারকে৷