Modi Trump Conversation: ‘মোদিকে গোটা বিশ্ব ভালবাসে…’, ভারতের প্রধানমন্ত্রীর ফোনে আবেগে ভাসলেন ডোনাল্ড ট্রাম্প

Modi Trump Conversation: ‘মোদিকে গোটা বিশ্ব ভালবাসে…’, ভারতের প্রধানমন্ত্রীর ফোনে আবেগে ভাসলেন ডোনাল্ড ট্রাম্প

Modi Trump Conversation: ফোনে মোদির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘ভারত একটি দারুন দেশ, প্রধানমন্ত্রী মোদি একজন দারুন মানুষ।’

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প

নয়াদিল্লি: ননবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফোন পেয়ে উচ্ছ্বসিত ট্রাম্প বললেন, ‘গোটা বিশ্ব ভালোবাসে ভারতের প্রধানমন্ত্রীকে।’ ফোনে মোদির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘ভারত একটি দারুন দেশ, প্রধানমন্ত্রী মোদি একজন দারুন মানুষ।’

শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প কমলা হ্যারিসের বিরুদ্ধে তাঁর জয়ে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে বলেন তিনি মোদিকে ও ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ বলেই মনে করেন।

প্রধানমন্ত্রী মোদি নিজেই ফেসবুক পোস্টে লেখেন ট্রাম্পের সঙ্গে তাঁর আলাপচারিতার খবর। মোদি জানান, মার্কিন ভোটে ডোনাল্ড ট্রাম্প জেতার পর তাঁকে ফোন করেন তিনি। ফোনে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। ভারত ও আমেরিকা দুই দেশের সম্পর্ক নিয়ে এই ফোনালাপে কথা হয় বলে জানা গিয়েছে। সেই ফোনেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গোটা বিশ্ব মোদিকে ভালোবাসে। তাছাড়াও এই কথপোকথনে তিনি বারবার নরেন্দ্র মোদির প্রশংসা করেন।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান থেকে বিরাট জয় ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর জয়ের খবর ভারতে আসতেই, ট্রাম্পকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়ার প্রিয় আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্টকে ফোন করে নিজে মুখে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। আর সেই ফোন কল-এ ফোনের ওপার থেকে পাল্টা প্রশংসা গাথায় ভরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ট্রাম্পের জয়ের পর বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম ফোন করেন প্রধানমন্ত্রী মোদি।