‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’-এর পর ‘দ্য দিল্লি ফাইলস’ বানাতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এখবর তো পুরনো। গত অক্টোবরেই সামনে এসেছিল সেই ছবির ফার্স্ট লুক। আর তখনই বিস্তর হইচই পড়ে গিয়েছিল। কারণ বিবেকের ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’ হলেও সাবলাইনে লেখা ছিল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টারে’র কথা। অর্থাৎ বিবেকের এই ছবির সঙ্গে যে বাংলার একটা গীভর যোগ রয়েছে, তা আগেই বোঝা গিয়েছিল। আর এবার ‘দ্য দিল্লি ফাইলস’-এর সঙ্গে আরও একটা কারণে জুড়ে গেল এরাজ্যের নাম।
কিন্তু কী সেই কারণ?
জানা যাচ্ছে, খ্যাতনামা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই পলিটিক্যাল থ্রিলার ‘দ্য দিল্লি ফাইলস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে শাশ্বত চট্টোপাধ্যায়-এর। কিন্তু কেমন তাঁর সেই চরিত্রটি। এবিষয়ে সংবাদ সংবাদ প্রতিদিন ডট ইন-কে অভিনেতা শাশ্বত নিজেই জানিয়েছেন তিনি নাকি খারাপ চরিত্রে অভিনয় করছেন। নাহ, এর বেশি কিছু বলতে চাননি শাশ্বত। তবে তাঁর কথাতে অনুমান করা যায়, খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনুপম খের, পল্লবী যোশী, পুনিত ইসারকে।
তবে অনেকেরই মনে প্রশ্ন বিবেক অগ্নিহোত্রীর এই ‘দ্য দিল্লি ফাইলস’ সঙ্গে ‘বেঙ্গল ফাইলস’-এর যোগ কীভাবে? এবিষয়ে পরিচালক বিবেক নিজেই ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘আসলে আমি প্রথমে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নাম দিতেই চেয়েছিলাম। কিন্তু পরে নাম বদলে দিল্লি ফাইলসই রাখি। কারণ এই ছবির গল্পে বাংলার রাজনীতিও দেখানো হবে। আবার দিল্লির রাজনীতিতে তার প্রভাবও দেখানো হবে। আর এই কারণেই ছবির নাম ‘দিল্লি ফাইলস’, সঙ্গে সাব লাইনে থাকছে বাংলার কথাও।’
তাঁর কথায়, ছবির বিষয়বস্তু ডিরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালি ঘটনার উপর ভিত্তি করে বানানো হচ্ছে। এদিকে ছবির নাম দিল্লি ফাইলস। বিবেক বলেন, ‘চাইলে ছবির নাম বেঙ্গল ফাইলস রাখতে পারতাম। বাংলার রাজনীতি কীভাবে ভারতের ভাগ্য নির্ধারণ করেছে সেটাই দেখাবে এই ছবি। কিন্তু তারপর দিল্লি ফাইলস এই জন্যই রাখলাম কারণ প্রাথমিক ভাবে ভারতের ভাগ্য দিল্লিতেই নির্ধারিত হয়।’
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দিল্লি ফাইলস মুক্তি পেতে চলেছে শীঘ্রই। ইতিমধ্যেই তিনি কাশ্মীর ফাইলস, দ্য ভ্যাকসিন ওয়ার, ইত্যাদি ছবির হাত ধরে খ্যাতি অর্জন করেছেন। এবার পালা দিল্লি ফাইলসের। আগামী বছর (২০২৫)-এর ১৫ অগস্ট মুক্তি পাবে ‘দ্য দিল্লি ফাইলস’। তাঁর কথায়, তাঁর মতে ১৯৪০ সালে দিল্লিতে যেটা ঘটেছে সেটার ফল ভোগ করছে বাংলা।
এদিকে খুব শীঘ্রই বাংলায় ‘যমালয়ে জীবন্ত ভানু’তেও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আবার দক্ষিণী ছবিতেও অভিনয় করছেন তিনি। প্রভাস-দীপিকার ‘কল্কি’তে খল চরিত্রের পর আরও একবার ‘দিল্লি ফাইলস’ খলনায়ক হয়ে উঠবেন শ্বাশ্বত।
(Feed Source: hindustantimes.com)