১৯৬৪ সালে সবচেয়ে বেশি নিয়ে আলোচনা রয়েছে৷ আমেরিকান লেখক ভিনসেন্ট গ্যাডিস আর্গোসি প্রথম এক ম্যাগাজিনে এই ত্রিভুজের কথা উল্লেখ করেছিলেন
বারমুডা ট্রায়াঙ্গেল, আজও পৃথিবীর অন্যতম ‘আনসলভ্ড মিস্ট্রি’৷ এই নিয়ে কত তত্ত্ব, কত বিশ্বাস৷ আজও এই স্থানে কত জাহাজ, কত উড়োজাহাজ অদৃশ্য হয়ে যায়৷ তাঁর খোঁজ, কারণ আজও কেউ জানে না৷ এই নিয়ে গবেষণাও খুব কম হয়নি৷
১৯৬৪ সালে সবচেয়ে বেশি নিয়ে আলোচনা রয়েছে৷ আমেরিকান লেখক ভিনসেন্ট গ্যাডিস আর্গোসি প্রথম এক ম্যাগাজিনে এই ত্রিভুজের কথা উল্লেখ করেছিলেন৷ একে অনেকে ডেভিলস ট্রায়াঙ্গেল অর্থাৎ শয়তানের ত্রিভুজও বলে৷
১৯৪৫ সালে আমেরিকান নৌবাহিনীর ৫টা বিমান এই ত্রিভুজের ভিতর গিয়েছিল, তারপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি৷ সেখানে প্রায় ১৪ জন সৈন্য ছিল৷ ১৯৮০ সাল নাগাদ এই এলাকা থেকে প্রায় ২৫টি ছোট-বড় বিমান ও জাহাজ অদৃশ্য হয়ে গিয়েছিল৷
ব্রিটানিকা ওয়েবসাইট অনুসারে, এই জায়গা থেকে প্রায় ৫০টি জাহাজ হারিয়ে গিয়েছিল৷ নিখোঁজ হয়েছিল প্রায় ২০টি বিমান৷ তবে অনেকেই দাবী করেন, এই সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি৷
কেন এই অদ্ভুত নিঁখোজ! সেই নিয়ে গবেষণাও হয়েছে কত! অনেকে মনে করেন ওই জায়গায় এলিয়েনদের বাস৷ আবার অনেকে ভূতের কথাও বলেন৷ বিজ্ঞানীরা জানান, এই জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি সেই কারণেই এই দুর্ঘটনা৷
(Feed Source: news18.com)