জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে বাতিল হচ্ছে একের পর এক প্রেস অ্যাক্রিডিশন কার্ড। এই বাতিল প্রক্রিয়া আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশের পথে অন্তরায় বলে মনে করছে বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলির সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’। মঙ্গলবার (১২ নভেম্বর) সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই কথা জানান।
সম্পাদক পরিষদের সেই বিবৃতিতে বলা হয়, তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। এই তালিকায় বাংলাদেশের অনেক পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং সম্পাদকের নামও রয়েছে। সেই তালিকা প্রকাশ্যে আসতেই অসন্তোষ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।
সম্পাদক পরিষদের দাবি যে অ্যাক্রিডিশন কার্ডের কোনও অপব্যবহার হলে তা রিভিউ করার অধিকার তথ্য মন্ত্রণালয় রাখে। কিন্তু যখন এইভাবে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়াই ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বিপজ্জনক ও গণতান্ত্রিক পরিবেশ ব্যহত হওয়ার জন্য যথেষ্ট।
সংবাদমাধ্যমে সেন্সরশিপসহ নিয়ন্ত্রণবাদী পরিবেশ তৈরির ঝুঁকি তৈরি হচ্ছে, যা জুলাই-আগস্ট অভ্যুত্থানের মূল চেতনারও পরিপন্থী। বিষয়টিকে বিগত অতিনিয়ন্ত্রণবাদী কাঠামোর অগণতান্ত্রিক চর্চারই পুনরাবৃত্তি হিসেবে দেখছে সম্পাদক পরিষদ। সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়া এই ধরনের ঢালাও পদক্ষেপ না করার পাশাপাশি সংবাদমাধ্যমের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ এবং স্বাধীন ও গণতান্ত্রিক সাংবাদিকতার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বানও জানিয়েছে সম্পাদক পরিষদ।
(Feed Source: zeenews.com)