মহাবিশ্ব ঠিক কতটা বড়? ভাইরাল ভিডিওতে মিলল প্রশ্নের উত্তর

মহাবিশ্ব ঠিক কতটা বড়? ভাইরাল ভিডিওতে মিলল প্রশ্নের উত্তর

#নয়াদিল্লি: আমাদের চারপাশের পৃথিবী আর তার বাইরে এ মহাবিশ্ব যে কত বড়, বা তার সীমা-পরিসীমা আদৌ আছে কিনা সে সম্পর্কে আমাদের ধারণা করা এক প্রকার দুঃসাহসেরই কাজ। মহাবিশ্ব প্রতিনিয়ত তার সীমা সম্প্রসারণ করে চলেছে। সম্প্রতি মহাবিশ্ব নিয়ে এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ওই ভিডিওটিতে দেখানো হয়েছে মহাবিশ্বের অন্তহীন প্রসারমান জগতকে। ইনস্টাগ্রামে ‘Astronomy Views’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে। আমাদের মহাবিশ্ব যে কতটা বিশাল তা দেখানোর জন্য এই ভিডিওটিতে কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ঝড়ের গতিতে শেয়ার হওয়া শুরু হয়েছে। বিনোদনমূলক ভিডিও-র থেকে কিছু সময়ের মুখ ফিরিয়ে দর্শকরা অবাক হয়ে আমাদের মহাবিশ্বের অসীমতা অনুভব করেছেন। অনেকেই জিজ্ঞেস করছেন, মহাবিশ্ব ঠিক কতটা বড়?

বিজ্ঞানীরা বহু বছর ধরেই মহাবিশ্বের এই অসীমতাকে অনুধাবন করার চেষ্টা করেছেন। অবাক করার মতো বিষয় বিজ্ঞানীরা তাদের স্যাটেলাইট টেলিস্কোপ এবং অন্যান্য প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে এখনও পর্যন্ত মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ অংশ দেখতে সক্ষম হয়েছেন। মহাবিশ্বের পরিপ্রেক্ষিতে আমরা কত ছোট তার অন্যতম উদাহারণ এই ভিডিওটি। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, একজন মহিলা মাটিতে শুয়ে আছেন আর ভিডিওটি শেষ হচ্ছে মহাবিশ্বের অন্তহীনতার মধ্যে। আসলে মহাবিশ্বের বিস্তৃতি সঠিক ভাবে পরিমাপ করা সম্ভব নয়। এই ভিডিওটি শুধুমাত্র আমাদের মহাবিশ্ব সম্পর্কে অবগত হওয়ার জন্য বানানো হয়েছে।

ভিডিওটি প্রকাশ পেতেই ঝড়ের গতিতে শেয়ার হওয়া শুরু হয়েছে। ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় ৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং ক্রমাগত ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিও সম্পর্কে তাদের চিন্তাভাবনা, মতামত এবং অনেকে নানান প্রশ্নও শেয়ার করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি লিখছেন, ‘আমরা কী ভাবে বিশ্বাস করব যে মহাবিশ্ব আসলেই এত বড়?’ আবার আরেক জন বিষয়টি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘এই ক্লিপগুলো দেখার পর মহাবিশ্বের রহস্য নিয়ে আরও উত্তেজিত হয়ে পড়ি, যতক্ষণ না এই রহস্য সমাধান হচ্ছে ততক্ষণ ক্লিপগুলো আমাকে উদ্বিগ্ন করে রাখে।’
অনেকে আবার বেশ মজার মজার কমেন্টও করেছেন। একজন কৌতূক করে লিখেছেন, ‘আমি নিজে গিয়ে একবার দেখতে চাই আমাদের মহাবিশ্বের বাইরে অন্য মহাবিশ্বে আর কী কী রয়েছে।’

Published by:Rukmini Mazumder

First published:

Tags: Viral Video