জলপথেও বাজিমাত, সমুদ্রে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ৭ মৎস্যজীবীকে উদ্ধার ভারতের

জলপথেও বাজিমাত, সমুদ্রে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ৭ মৎস্যজীবীকে উদ্ধার ভারতের

নয়াদিল্লি : হিন্দি সিনেমার চিত্রনাট্য নয়, একদম বাস্তব ! রীতিমতো টানটান উত্তেজনা। সমুদ্রে দুই ঘণ্টার বেশি সময় ধরে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে সাত ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষীবাহিনী। রবিবার ভারত-পাকিস্তান সামুদ্রিক সীমানা এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয় । এমনই জানিয়েছেন প্রতিরক্ষা আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (Pakistan Maritime Security Agency) ফিরে যাওয়ার জন্য মারাত্মক চেষ্টা করেছিল। তা সত্ত্বেও, শেষমেশ সফলভাবে উদ্ধার করা গেছে মৎস্যজীবীদের। তাঁরা শারীরিকভাবে সুস্থ আছেন।

এই ধাওয়া-পর্বে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে পাকিস্তানি জাহাজকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় জলসীমার মধ্যে থাকা মাছ ধরার নৌকা ‘কাল ভৈরব’ থেকে কোনোভাবেই তাঁদের নিয়ে যেতে দেওয়া হবে না। যদিও এই ঘটনা পর্বে ‘কাল ভৈরব’ ক্ষতিগ্রস্ত হয় এবং শেষমেশ সমুদ্রে ডুবে যায়।

নো ফিশিং জোনে ছিল একটি ভারতীয় নৌকা। রবিবার তাদের তরফেই দুপুর সাড়ে ৩টে নাগাদ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে ফোন করে জানানো হয়, ‘কাল ভৈরব’ থেকে মৎস্যজীবীদের ধরে নিয়ে যাচ্ছে পাকিস্তানি জাহাজ। খবর পাওয়া মাত্রই মৎস্যজীবীদের উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর দুই ঘণ্টার বেশি সময় ধরে তাদের ধাওয়া করা হয়। শেষমেশ ICG-র কাছে হার মানতে হয় PMSA-কে।

এক বিবৃতিতে ICG-র তরফে বলা হয়, ‘PMSA (Pakistan Maritime Security Agency) ফিরে যাওয়ার চেষ্টা করলেও, তাদের আটকে দেয় ICG (Indian Coast Guard) এবং মৎস্যজীবীদের ছেড়ে দিতে বলা হয়। নিরাপদে সাত মৎস্যজীবীকে ফিরিয়ে আনা গেছে। যাঁরা শারীরিকভাবে সুস্থ আছেন। দুর্ভাগ্যক্রমে ভারতের মাছ ধরার নৌকা কাল ভৈরব ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রে ডুবে গেছে।’

ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে ICG। যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় জাহাজ ধাওয়া করছে পাকিস্তানি জাহাজকে। যাতে মৎস্যজীবীদের পাকিস্তানে নিয়ে চলে যেতে না পারে PMSA।

(Feed Source: abplive.com)