দেখতে দেখতে ১৮ দিন পেরিয়ে গেল ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন মুক্তির। উইকেন্ডে দুটো ছবিই চুটিয়ে ব্যবসা করলেও সোমবার আসতেই কমলো আয়। এদিন ঘরে কত করে তুলল কার্তিক এবং অজয়ের ছবি?
সিংঘম এগেন ছবিটির বক্স অফিস কালেকশন
সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমলো সিংঘম এগেন ছবিটির আয়। ১৮ তম দিনে বক্স অফিসে ছবিটি মাত্র ১ কোটি টাকাই তুলতে পেরেছে বলে এদিন সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। ফলে তৃতীয় সোমবার, ১৮ নভেম্বরের ব্যবসার পর বর্তমানে অজয় দেবগনের ছবির আয় ২৩১ কোটি ৮৫ লাখ টাকায় দাঁড়িয়ে আছে।
শুরুর দিকে জাঁকিয়ে ব্যবসা করলেও, সময়ের সঙ্গে টুকটুক করে শ্লথ হচ্ছে রোহিত শেট্টি ছবির আয় এবং জনপ্রিয়তা দুই। প্রথম সপ্তাহে এই ছবিটি ১৭৩ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় সপ্তাহে সেটা কমে হয় ৪৭ কোটি ৫০ লাখ টাকা। তৃতীয় শুক্রবারে সিংঘম এগেন ছবিটির বক্স অফিস কালেকশন বেশ অনেকটাই কম ছিল, ২ কোটি ৭৫ লাখ টাকা। তবে উইকেন্ড আসতেই সেই পরিমাণ বেশ বাড়ল। শনিবার, ১৬ নভেম্বর ছবিটি বক্স অফিসে ৩ কোটি ৩৫ লাখ টাকার ব্যবসা করেছে। মুক্তির পর তৃতীয় রবিবার, অজয়ের ছবিটি বক্স অফিসে ৪ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে।
ভুল ভুলাইয়া ৩ ছবিটির বক্স অফিস কালেকশন
তৃতীয় সোমবার ভুল ভুলাইয়া ৩ ছবিটি ঘরে মাত্র ১ কোটি ৬৫ লাখ টাকা তুলতে পেরেছে। রবিবারের তুলনায় এক ঝটকায় অনেকটাই কমেছে এই হরর কমেডি ছবিটির আয়। বর্তমানে ১৮ তম দিনের ব্যবসার পর এই ছবির আয় দাঁড়িয়ে আছে ২৩৩ কোটি ৫ লাখ টাকায়।
মুক্তির পর প্রথম সপ্তাহে ছবিটি ১৫৮ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে সেটা কমে হয় ৫৮ কোটি টাকা। এরপর মুক্তির পর তৃতীয় শনিবার, অর্থাৎ ১৬ নভেম্বর বক্স অফিসে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ভুল ভুলাইয়া ৩ বক্স অফিসে ৫ কোটি টাকার ব্যবসা করেছে। গত শুক্রবারের তুলনায় বেশ অনেকটাই আয় করেছে এই ছবি। শুক্রবার আনিস বাজমি পরিচালিত ছবিটি ৪ কোটি ১৫ লাখের ব্যবসা করেছিল। ১৭ তম দিনে বক্স অফিসে ভুল ভুলাইয়া ৩ ছবিটি ৬ কোটি টাকার ব্যবসা করেছে।
সিংঘম এগেন প্রসঙ্গে
সিংঘম এগেন ছবিটির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রমুখকে। খলনায়ক হিসেবে ছিলেন অর্জুন কাপুর। এই ছবির গল্পে রামায়ণের ছোঁয়া রাখা হয়েছে।
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ৩ ছবিটি ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ এবং ব্যবসার নিরিখে সবথেকে এগিয়েও আছে। এই ছবিতে রুহ বাবার চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। সঙ্গে ছিলেন বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ। আনিস বাজমি ছবিটির পরিচালনা করেছেন।
(Feed Source: hindustantimes.com)