জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচনী প্রচারে আগাগোড়া বলে আসছিলেন আমেরিকা ফ্রাস্ট। অভিবাসীদের যে দেশ থেকে তাড়ানো হবে তা আগাম বলে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তা করতে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই দেশে জরুরি অবস্থা জারি করে অভিবাসীদের তাড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি সমাজমাধ্যমে এমন সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক জন রক্ষণশীল সমাজকর্মী। নিজেই সেই পোস্ট সমাজমাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার পর সেই পোস্টে নীচে ট্রাম্প লিখেছেন ‘ইয়েস’। এতেই আমেরিকায় অবৈধভাবে ঢুকে পড়া মানুষজনের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
পোস্টটিতে বলা হয়েছে, ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তোড়জোড় শুরু করেছেন এবং তিনি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। অবৈধ শরণার্থীদের আমেরিকা ছাড়া করতে ট্রাম্প প্রয়োজনে সেনা নামাতে পারেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোটা প্রচারপর্বে অভিবাসন এবং শরণার্থী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন অবৈধ শরণার্থীদের দেশছাড়া করবেন। এ-ও বলেছিলেন যে, ভোটে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন। সুরক্ষিত করবেন কলকারখানা, দফতরের কর্মীশ্রেণির আমেরিকানদের আর্থিক নিরাপত্তা। ফল বলছে, সেই প্রচার প্রভাব ফেলেছে ভোটে।
(Feed Source: zeenews.com)