ঢাকা : ১৫ বছরের সব কুকর্মের বিচার করব, হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার হবে, বাংলাদেশকে প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। গত ৫ অগাস্ট পতন হয়েছিল হাসিনা সরকারের। তারপরে সেখানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রধান উপদেষ্টা হন শান্তির জন্য নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তারপর থেকে যে সে-দেশে শান্তি ফেরেনি, তার প্রমাণ মিলেছে বারবার। এরই মধ্যে ১০০ দিন পূরণ করল অন্তর্বর্তী সরকার। আর সেই উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন ইউনূস। সেখানেই তিনি প্রতিশ্রুতি দেন, হাসিনার বিচার হবে !
অগাস্টে হাসিনা বাংলাদেশে গণবিক্ষোভের মুখে দেশ ছাড়েন হাসিনা । ভেঙে পড়ে আওয়ামী লিগের সরকার। তারপর থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন পড়শি – দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস এদিন বলেন, ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানানো হবে। গত ৫ অগাস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। সেদিনই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসেন হাসিনা। তারপর থেকেই ভারতেই আছেন হাসিনা।
ইউনূস আগেই দাবি করেছিলেন অগাস্টে গণবিক্ষোভের সময় ছাত্র ও শ্রমিকসহ প্রায় দেড় হাজার জন নিহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন প্রায় কুড়া হাজার বাংলাদেশী। এদিন ইউনূস জাতির উদ্দেশে ভাষণে মনে করিয়ে দেন এই প্রতিটি হত্যার বিচার হবে। শুধু জুলাই অগাস্টে হওয়া হত্যাগুলিরই নয়, গত ১৫ বছরের অপকর্মের বিচার হবে হাসিনার।
হাসিনা দেশ ছাড়ার পর নির্মম পরিণতি হয়েছে আওয়ামী লিগ সমর্থকদের। হাসিনা-আমলের বহু নেতা মন্ত্রীকে জেলবন্দিও করে হয়েছে। এবার মুজিব-কন্যাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করার সংকল্প করলেন ইউনূস। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুরা যেখাবে যেখানে হিংসার শিকার হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, তেমন বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যথাসাধ্য চেষ্টা করছে হিন্দুদের সুরক্ষিত রাখতে। ‘আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব’,বলেন ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশ ছিল সম্পূর্ণ নিরাপত্তাহীন দেশ। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক ভয় ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কিছু ক্ষেত্রে,হিন্দুদের উপর হিংসার ঘটনা ঘটেছে ঠিকই, তবে তা সম্পূর্ণ অতিরঞ্জিত করে প্রচার করা হয়। সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পর সারাদেশে প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। যে ‘ছোট ছোট হিংসার ঘটনা’গুলি ঘটেছে তা মূলত রাজনৈতিক ছিল,বলে মন্তব্য করেন তিনি।
(Feed Source: abplive.com)