রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি আদালতের

রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি আদালতের

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে (Ration scam) অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে (Bakibur Rahaman) দুবাই (Dubai) যাওয়ার অনুমতি দিল আদালত। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র আইনজীবীর আপত্তি খারিজ করে দেন বিশেষ আদালতের বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। কিছুদিন আগে তিনি জামিন পান। এরপর দুবাইতে থাকা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার আবেদন জানিয়ে ছিলেন বাকিবুর। শুক্রবার ইডির বিশেষ আদালতে সেই আবেদনের শুনানি ছিল। ইডির আইনজীবীর তরফে বাকিবুর রহমানের আবেদন খারিজ করার আবেদন জানানো হলেও তাতে কান দেননি বিশেষ আদালতের বিচারক। বরং ১০ দিনের জন্য বাকিবুরকে দুবাই যাওয়ার জন্য সম্মতি দেন।

আদালতের তরফে শর্ত হিসেবে জানানো হয়, ২৫ নভেম্বর বাকিবুর রহমান দুবাই যেতে পারবেন। আর তাঁকে দেশে ফিরতে হবে ৫ ডিসেম্বর। শর্ত মেনে দুবাই থেকে ফিরেই ৬ ডিসেম্বর জমা দিতে হবে পাসপোর্ট। আদালত সূত্রে জানা গেছে, রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ করতে দুবাই যাওয়ার আবেদন করেছিলেন বাকিবুর। তাতে মঞ্জুরি দিয়েছে আদালত। তবে দুবাই যাওয়ার আগে ইডির তদন্তকারী অফিসারকে তাঁর ফোন নম্বর দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইডির বিশেষ আদালতের বিচারক।

প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবর মাসে দুবাই যাওয়ার ঠিক আগে রেশন দুর্নীতি মামলা জড়িত থাকার অভিযোগ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারপর থেকে জেলেই ছিলেন বাকিবুর। গত অগাস্ট মাসে জামিন পান বাকিবুর। এরপরই দুবাইয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ও রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ করতে তিনি সেখানে যাওয়ার আবেদন জানান ইডির বিশেষ আদালতের বিচারকের কাছে। বিষয়টির তীব্র বিরোধিতা করা হয় ইডির তরফে। জানানো হয় বাকিবুর রেশন দুর্নীতিতে যে অর্থ তছরূপ করেছে তার সঙ্গে দুবাইয়ের যোগ রয়েছে। তাই বাকিবুরকে যেন দুবাই যেতে না দেওয়া হয়। কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন মানলেন না বিশেষ আদালতের বিচারক।

(Feed Source: abplive.com)