জেড্ডা: বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২০ কোটি টাকায় নেওয়ার পরই চাপে পড়ে গিয়েছিল কেকেআর (Kolkata Knight Riders) শিবির। কিন্তু একজন উইকেট কিপার ব্যাটার প্রয়োজন ছিলই কেকেআরের। ফিল সল্ট আওতার বাইরে চলে যাওয়ায় তাঁকে আর দলে নিতে না পারলেও বেস প্রাইসেই আইপিএলে নিলামের টেবিল থেকে রহমনউল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) দলে নিল কেকেআর। ২ কোটি টাকা বেস প্রাইসেই আফগান তারকা উইকেট কিপার ব্য়াটারকে দলে নিল কেকেআর। কুইন্টন ডি ককের সঙ্গে গুরবাজকে দলে নিয়ে উইকেট কিপার ব্যাটারের কোটা বেশ মজবুত করে ফেলল নাইট রাইডার্স
নিলামের প্রথম দিনে কেকেআর এখনও পর্যন্ত তিনজন ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁরা হলেন বেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক ও রহমনউল্লাহ গুরবাজ। এরমধ্যে ডি কক ছাড়া বাকি দুজনেই কেকেআর দলেরই সদস্য ছিলেন গত বছর পর্যন্ত। রিটেনশনে বেঙ্কটেশকে ধরে না রাখলেও শেষ পর্যন্ত
(Feed Source: abplive.com)