Sukanta Majumdar: বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে শেষ ২ তাজা প্রাণ! পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে শেষ ২ তাজা প্রাণ! পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের। রবিবার বিকেলে মৃত দুই যুবকের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সুজন সূত্রধর,গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের সামনে। রবিবার বিকেলে মৃত দুই যুবকের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।এ দিন গঙ্গারামপুরের ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় মৃত দুই যুবকের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে আর্থিক সাহায্য করে পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার।

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে ,মৃত দুই যুবকের নাম আকাশ রায় (২১) ও আকাশ সূত্রধর (২৫)। বাড়ি গঙ্গারামপুরের কাদিঘাট এলাকায়।

শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে হাইরোড এর উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিয়েছিলেন দুই বন্ধু। গঙ্গারামপুরে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের সামনে হঠাৎ বালুরঘাট থেকে বুনিয়াদপুরগামী একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনায় ছিটকে পড়ে রক্তাক্ত হন ওই দুই বন্ধু। ঘটনাটি এলাকাবাসীদের নজরে আসতে তড়িঘড়ি ওই দুই যুবককে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে আকাশ রায় নামক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেও চিকিৎসা চলাকালীন যুবকের মৃত্যু হয়। রবিবার বিকেলে মৃত দুই যুবকের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।