জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে চলে গেলেও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ করল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুৃ। তিনি এদিন বলেন, ‘শেখ হাসিনা আবারও ভারতে বসে ষড়যন্ত্র করছেন। তাই আমাদের সজাগ থাকতে হবে। খেয়াল রাখতে হবে, যুদ্ধ কিন্তু শেষ হয়নি।’
তাঁর আরও বক্তব্য, ‘আমরা ক্ষমতায় আসিনি, ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, এজন্য বিএনপির ক্ষমতায় আসার একমাত্র পথ হল জনগণের ভোট। আপনারা দেখেছেন কিভাবে আমাদের নেতাকর্মীদের ওপরে নির্যাতন করা হয়েছে। পুরো বাংলাদেশের যেন মানুষ হাসিনার কয়েদি হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৬ বছর লড়াই করার পর আজ আমরা একটা মুক্ত আকাশ দেখতে পাচ্ছি।’
বিএনপির অভিযোগ, ফ্যাসিবাদ সরকার বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের আটক করে রেখেছিল। জেলে থাকা অবস্থায়ও অসংখ্য মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে জুলুমকারী ফ্যাসিবাদী সরকার দূর হয়েছে। অন্যদিকে হাসিনার বিরুদ্ধে অনুযোগের সুর এনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনা যেখানে আছে সেটা তো ষড়যন্ত্রের জায়গা। সেখান থেকেই দেশ ও মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। শেখ হাসিনা বিদেশ থেকে বিভিন্ন সময়ে অডিও, ভিডিও বক্তব্য পাঠাচ্ছেন। ষড়যন্ত্র করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের উসকে দিয়ে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলেন।কিন্তু আমরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছি আমরা অসাম্প্রদায়িক।’
(Feed Source: zeenews.com)