আইফোনের জনককে বাঁচতে সাহায্য করেছিল ইসকন! পরিষেবার সঙ্গে জুড়ে আছে সেবার ইতিহাস

আইফোনের জনককে বাঁচতে সাহায্য করেছিল ইসকন! পরিষেবার সঙ্গে জুড়ে আছে সেবার ইতিহাস

Steve Jobs and ISKCON: ইসকনের সেবামূলক কাজের কথা অনেকেই জানেন। কিন্তু আইফোনের সঙ্গেও যে এই প্রতিষ্ঠানের সম্পর্ক আছে, সেটি হয়তো অনেকেই জানেন না।

1/8 সেবামূলক কাজের জন্য ইসকন সব মহলেই পরিচিত। কিন্তু অনেকেই হয়তো জানেন না, আধুনিক প্রযুক্তি এবং পরিষেবার সঙ্গে জুড়ে আছে এই প্রতিষ্ঠানের নাম। জেনে নেওয়া যাক, সেই কাহিনি।

2/8 বর্তমান যুগে প্রযুক্তি এবং ফোন পরিষেবা প্রদানকারী সংস্থার মধ্যে অন্যতম হল অ্যাপল। এই সংস্থা ম্যাকবুক, আইপডের মতো যন্ত্র তৈরি করে। কিন্তু তাদের সবচেয়ে জনপ্রিয় নির্মাণ নিঃসন্দেহে আইফোন। আর এই আইফোনের সঙ্গেই জুড়ে আছে ইসকনের নাম।

3/8 কীভাবে আইফোনের সঙ্গে জুড়ে গেল ইসকনের নাম? এটি জানতে গেলে ফিরে যেতে হবে অনেক বছর আগে। ফিরে যেতে আইফোনের অন্যতম স্রষ্টা তথা অ্যাপলের অন্যতম প্রাণপুরুষ স্টিভ জোবসের জীবনের গোড়ার দিকে।

4/8 স্টিভ জোবস নিজেই জানিয়েছিলেন, তাঁর জীবনের গোড়ার দিকের লড়াইয়ের কথা। সেই সময়ে তিনি কলেজের পাঠ চুকিয়ে, কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন। কোনও পাকা কাজের বন্দোবস্ত তখনও হয়নি। রোজগারের অভাবে প্রতি দিন পেট ভরে খাওয়াও হত না তাঁর।

5/8 কিন্তু রবিবারগুলি তাঁর জীবনে ব্যতিক্রম ছিল। কারণ প্রতি রবিবার তিনি পেট ভরে খেতে পেতেন। সৌজন্যে এই ইসকন।

6/8 ২০০৫ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পড়ুয়াদের সামনে জোবস বলেছিলেন, তাঁর জীবনের গোড়ার দিকে লড়াইয়ের কথা। সেখানেই তিনি বলেন, ‘থাকার মতো ঘর ছিল না, তাই বন্ধুর ঘরের মেঝেয় ঘুমোতাম। রাস্তায় ফেলে দেওয়া কোকের খালি বোতল ফেরত দিয়ে সামান্য অর্থ পেতাম। তাই দিয়ে খাবার কিনতাম।’

7/8 এর পরেই জোবস বলেন, রবিবারে তিনি পেট ভরে খেতে পেতেন। তাঁর কথায়, ‘প্রতি রবিবার রাতে ৭ মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম পেট ভরে খাবার খেতে।’ এভাবেই তাঁর জীবনের গোড়ার দিকের লড়াইয়ের সঙ্গে জুড়ে গিয়েছিল ইসকনের নাম।

8/8 আজ যে আইফোন নিয়ে অনেকেরই উন্মাদনা, তার জন্মের পিছনে এভাবে জুড়ে গিয়েছে ইসকনের নাম। আধুনিক পরিষেবার সবচেয়ে আলোচিত নাম যে যে প্রতিষ্ঠান, তাদের অন্যতমটির সঙ্গেই লেগে রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত সেবমূলক প্রতিষ্ঠানের নামটিও।

(Feed Source: hindustantimes.com)