Karthik Puja 2025: ৪০০ বছরের প্রাচীন কার্তিক পুজোয় সাবেকিয়ানার সঙ্গে মিশে যায় ঐতিহ্য ও ইতিহাস
Karthik Puja 2025: মালদহ শহরের ফুলবাড়ী এলাকার কালু সাহা বাড়ির পুজো আজ পরিচিত রায় বাড়ির পুজো নামে। পুজোয় কার্তিক দেবের প্রতিমা দুই পাশে থাকে আরও ২৫ টি দেব দেবীর প্রতিমা। অন্নপূর্ণা, মহালক্ষী, সরস্বতী, ব্রহ্মা-বিষ্ণু সহ প্রায় ২৬ টি দেব-দেবীর প্রতিমার পুজো দেওয়া হবে এই পুজোয়। প্রতিবছর কার্তিক সংক্রান্তির দিন পুজো করা হয় এই বাড়িতে। মালদহ শহরের ফুলবাড়ীর রায় বাড়ি মালদহ, জিএম মোমিন: বাড়ির সাজসজ্জা দেখে আধুনিক মনে হলেও প্রায় ৪০০ বছর পুরনো মালদহ শহরের এই বাড়ির কার্তিক পুজো। প্রায়…










)