রাতের কলকাতা যেন লন্ডনের মতো দেখতে লাগে… চিঠি দিলেন মেয়র, শহর বাঁচাতে ১ কোটি গাছ
কলকাতাকে লন্ডন আর দার্জিলিংকে সুইজারল্যান্ড করার কথা বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি বিরোধীদের। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বিরোধীরা এনিয়ে নানা কটাক্ষ করেন। তবে এবার জেনে নিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কী বললেন? তিনিও তুললেন সেই লন্ডনের প্রসঙ্গ। ফিরহাদ হাকিম জানিয়েছেন, একটা চিঠি ডালহৌসিতে বাড়িতে বাড়িতে দিয়েছি। মানে যাদের হেরিটেজ সম্পত্তি আছে। একটা অনুরোধ করেছি। এলআইসির অনেকগুলো সম্পত্তি আছে। একাধিক কোম্পানির আছে। সামনেটা সুন্দর করে সাজিয়ে লাইটিং করতে বলেছি। ডালহৌসিটা যেন একটা…