Peter Cat | Taste Atlas: বিশ্বের সেরা ১০ রেস্তোরাঁর ১টি কলকাতার! জেনে নিন কোনটি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সেরা ১০টি রেস্তোরাঁর ১টি আপনার-আমার প্রিয় শহর কলকাতার! মোট তিনটি ভারতীয় রেস্তোরাঁ উঠে এসেছে বিশ্বের সেরা রেস্তোরাঁর এই তালিকায়। তার মধ্যেই একটি শহর-কলকাতার পার্ক স্ট্রিটের এক অতি বিখ্যাত রেস্তোরাঁ! বলে দেওয়া হয়েছে, শুধু অসম্ভব ভালো খাবারের জন্যই নয়, সংশ্লিষ্ট রেস্তোরাঁর লোকেশনটিও এক্ষেত্রে বিচার্য হয়ে উঠেছে। ভারতের যে-যে রেস্তোরাঁ এই বিরল সম্মান পেয়েছে, আসুন তাদের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক: কেরালার কোঝিকোড়ের ‘প্যারাগন’। বিরিয়ানির জন্য অসম্ভব বিখ্যাত এটি। টেস্ট অ্যাটলাসের পঞ্চমতম স্থানে রয়েছে। মালাবার…