মাঠেই নামতে পারলেন না রোহিতরা, বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

মাঠেই নামতে পারলেন না রোহিতরা, বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

ক্যানবেরা: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারতীয় দল। তবে দিনরাতের দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে আজ থেকেই দুইদিনব্যাপী একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের প্রথম দিন সম্পূর্ণ ভেস্তে গেল।

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস অবধি করা যায়নি। দুর্ভাগ্যবশত প্রথম দিনে হেগলি ওভালে এক বলও গড়াল না। সম্পূর্ণভাবে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। প্রস্তুতি সারতে তাই রবিবার দ্বিতীয় দিন পরবর্তিত সময়ে ম্যাচ শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে আপডেটও দেওয়া হয়। দুই দলই ৫০ ওভার করে খেলবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘মেনুকা ওভালে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল করা হল। কাল রবিবার সকাল ৯টা ১০ থেকে খেলা শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী ৮.৪০ নাগাদ টস আয়োজিত হবে। দুই দলই ৫০ ওভার করে খেলবে বলে রাজি হয়েছে।’

ভারতের নতুন জার্সি

শুক্রবার মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah), অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) উপস্থিততে উন্মোচিত হল ভারতীয় দলের (Indian Cricket Team নতুন জার্সি। প্রথাগত নীল রঙের জার্সিরই নকশায় কিছু রদবদল ঘটিয়ে প্রকাশ্যে এল এই নতুন জার্সি। জার্সিতে কাঁধে ভারতের তেরঙ্গা স্ট্রাইপও রয়েছে।

এই জার্সি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হরমনপ্রীত কৌর  নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজ এই জার্সি প্রকাশ করতে পারাটা আমার কাছে দারুণ গর্বের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে আমরাই প্রথম এই জার্সি পরে মাঠ নামতে পারব ভেবে আনন্দও হচ্ছে। জার্সিটা খুব পছন্দ হয়েছে আমার। কাঁধের কাছে তেরঙ্গাটা খুবই সুন্দর দেখাচ্ছে। দলের হয়ে বিশেষ ওয়ান ডে জার্সি পাওয়ায় আমরা খুবই খুশি। এই জার্সি পরাটা সবসময়ই সৌভাগ্যের। এর পিছনে সকলে প্রচুর খাটা খাটনি হয়। আশা করছি ভারতীয় সমর্থকরাও এটা পছন্দ করবেন এবং এটা পরে গর্বিত বোধ করবেন।’

(Feed Source: abplive.com)