চিনা সংস্থাকে গোপনে সাহায্য! কেন্দ্রের নজরে দেশের ৪০০ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট

চিনা সংস্থাকে গোপনে সাহায্য! কেন্দ্রের নজরে দেশের ৪০০ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট

নয়া দিল্লি: দেশের একাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountants ) সংস্থা এবং সেই সব সংস্থার সচিবরা গোপনে চিনা (China) সংস্থাকে সাহায্য করছে এবং দেশের নিয়ম ভঙ্গ করছে, এমনই অভিযোগ উঠল। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকারের নিয়ম লঙ্ঘন করে মেট্রোপলিটন শহরগুলি থেকে চিনা শেল সংস্থাদের সাহায্য করছে।

এই অভিযোগে ৪০০ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং সংস্থার সচিবদের (সিএস) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে।

২০২০ এর গালওয়ানের (Galwan Clash) ঘটনার পর যখন চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এর সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন সেনা নিহত হন তারপর থেকেই কঠোর পদক্ষেপ নেয় ভারত। চিনের একাধিক ব্যবসায়িক সংস্থার সঙ্গে এরপর যোগাযোগ ছিন্ন করে ভারত। ব্যান হয় একাধিক অ্যাপও। এরপর সীমান্তেও নরমে-গরমে পরিস্থিতি হয়ে রয়েছে।                 

ভারতের এই নয়া নীতির ফলে গত দু’বছরে চিনা সংস্থার থেকে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আসেনি। যদিও তাঁর আগে বাণিজ্য প্রায় ১২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) অনুসারে, এপ্রিল-জুন ২০২০-তে চিন থেকে এফডিআই আসে ১৫ হাজার ৪২২ কোটি ডলার। এবার তা কমে এসেছে ১২ হাজার ৬২২ কোটি ডলারে।

কেন্দ্রের এক সরকারি আধিকারি দ্য হিন্দু সংবাদমাধ্যমকে জানিয়েছন যে এই সকল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও সচিবদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান হয়েছে। কারণ নিয়ম ও আইনের সম্মতি ছাড়াই দেশের প্রধান শহরগুলিতে প্রচুর পরিমাণে চিনা মালিকাধীন কিছু সংস্থাকে অন্তর্ভুক্তও করা হয়েছিল। কর্পোরেট বিষয়ক মন্ত্রক (এমসিএ) গত দু’মাসে আর্থিক গোয়েন্দা ইউনিটের কাছ থেকে ইনপুট পাওয়ার পরই এই পদক্ষেপের সুপারিশ করেছে। যদিও উক্ত মন্ত্রকের মুখপাত্র এ বিষয়ে কিছু মন্তব্য করেননি বলেই খবর।

(Source: oneindia.com)