চিনা সংস্থাকে গোপনে সাহায্য! কেন্দ্রের নজরে দেশের ৪০০ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
নয়া দিল্লি: দেশের একাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountants ) সংস্থা এবং সেই সব সংস্থার সচিবরা গোপনে চিনা (China) সংস্থাকে সাহায্য করছে এবং দেশের নিয়ম ভঙ্গ করছে, এমনই অভিযোগ উঠল। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকারের নিয়ম লঙ্ঘন করে মেট্রোপলিটন শহরগুলি থেকে চিনা শেল সংস্থাদের সাহায্য করছে। এই অভিযোগে ৪০০ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং সংস্থার সচিবদের (সিএস) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে। ২০২০ এর গালওয়ানের (Galwan Clash) ঘটনার পর যখন চিনের পিপলস লিবারেশন…