আর কিছুক্ষণের অপেক্ষা! ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Tecno Phantom V2 Fold এবং Tecno Phantom V2 Flip, জেনে নিন এর সমস্ত খুঁটিনাটি

আর কিছুক্ষণের অপেক্ষা! ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Tecno Phantom V2 Fold এবং Tecno Phantom V2 Flip, জেনে নিন এর সমস্ত খুঁটিনাটি

আসলে নতুন এই Phantom V2 সিরিজের মাধ্যমে ফোল্ডেবল লাইনআপ নতুন করে সাজাচ্ছে TECNO Mobiles। চলতি মাসেই বাজারে আসতে চলেছে এই ডিভাইস।

আর কিছুক্ষণের অপেক্ষা! দেশে আসছে Tecno-র ২ টি সেরা ফোন, কেনার আগে জানুন ফিচার

এই মুহূর্তে যাঁরা স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। কারণ ভারতের বাজারে আসতে চলেছে TECNO Mobiles-এর নতুন Phantom V2 সিরিজ। আসলে নতুন এই Phantom V2 সিরিজের মাধ্যমে ফোল্ডেবল লাইনআপ নতুন করে সাজাচ্ছে TECNO Mobiles। চলতি মাসেই বাজারে আসতে চলেছে এই ডিভাইস। আর নতুন সিরিজে থাকবে দুটি মডেল: Phantom V2 Fold এবং Phantom V2 Flip। প্রস্তুতকারী সংস্থা এই দুই ফোনের বিষয়ে কিছু বিশেষ তথ্য শেয়ার করেছে। ফলে এই ফোনে কী কী থাকতে চলেছে, সেটা একঝলকে দেখে নেওয়া যাক।

Phantom V2 Fold:

Tecno Phantom V2 Fold-এ রয়েছে একটি বিশালাকার ৭.৮৫ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে। যা দুর্দান্ত ফোল্ডেবল এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে আরও একটি ৬.৪২ ইঞ্চি কভার ডিসপ্লে। এর ফলে আনফোল্ড না করেও ফোনে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। এই দুই স্ক্রিনেই রয়েছে LTPO OLED প্যানেল। সঙ্গে থাকবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। আর এটি চালিত হবে MediaTek Dimensity 9000+ SoC দ্বারা।

এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ইনার ও আউটার স্ক্রিনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি এই ফোনে রয়েছে ৫৭৫০ mAh ব্যাটারি। যা ৭০ ওয়াট ফাস্ট ওয়ায়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Phantom V2 Flip:

Tecno Phantom V2 Flip-এ রয়েছে একটি ৬.৯ ইঞ্চির FHD LTPO AMOLED ইনার ডিসপ্লে এবং একটি ৩.৬৪ ইঞ্চির AMOLED আউটার স্ক্রিন। উভয় স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ। এই ফোন চালিত হয় MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা। Phantom V2 Flip-এ রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যার মাধ্যমে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে।

Tecno Phantom V2 Flip-এ রয়েছে ৪৭২০ mAh ব্যাটারি। ফলে এতে মিলবে ৭০ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট। যাঁরা আরও কমপ্যাক্ট, সাশ্রয়ী এবং দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাঁদের জন্য দারুণ বিকল্প হতে চলেছে V2 flip।

আর V2 Flip-এর সবথেকে উল্লেখযোগ্য ফিচারের মধ্যে অন্যতম হতে চলেছে এআই-পাওয়ার্ড ক্যাপাবিলিটি। Tecno-র তরফে বেশ কিছু টুল যোগ করা হয়েছে এই ফোন। এই টুলগুলির মধ্যে অন্যতম হল AI Image Cutout, Magic Removal এবং Ella AI Writing। যার জেরে ফটোগ্রাফি এবং এডিটিংয়ে দারুণ সুবিধা হবে।

Tecno Phantom V2-র দাম ভারতে কত হতে পারে?

এই সিরিজের ফোনের দাম কত হবে, সেটা অবশ্য জানায়নি সংস্থা। কিন্তু কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই দুই ডিভাইস ১ লক্ষ টাকার কমে লঞ্চ হতে পারে। আগামী ৬ ডিসেম্বর অফিসিয়াল লঞ্চের পর শুধুমাত্র E-commerce প্ল্যাটফর্ম Amazon থেকেই এি ডিভাইস এক্সক্লুসিভ কিনে নিতে পারবেন গ্রাহকরা।