স্পোকেন ইংলিশ শেখাবে পশ্চিমবঙ্গ পুলিশ। কথাটা শুনতে অন্যরকম মনে হলেও পশ্চিমবঙ্গ পুলিশ রীতিমতো এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছে। মূলত হুগলি গ্রামীণ পুলিশ এই ইংরেজির ক্লাস নেবে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হয়েছে, অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস বিনামূল্যে। আগামী বছরের জানুয়ারি থেকে হুগলি( গ্রামীণ) জেলা পুলিশের উদ্যোগে শুরু হচ্ছে বিনামূল্যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস। পড়াবেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। কীভাবে যোগ দেবেন, সেই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পোস্ট করা ভিডিয়োতে।
কী আছে সেই ভিডিয়োতে?
সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ইংরেজি শেখানোর কোর্স করাবে হুগলি জেলা পুলিশ। দেড় ঘণ্টার এই ক্লাস করানো হবে। সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই ক্লাস করানো হবে। এই ক্লাসের ক্ষেত্রে কোথাও কোনও এন্ট্রি ফি লাগবে না। একেবারে বিনামূল্যে এই কোর্স করানো হবে। সেই ভিডিয়োতে উল্লেখ করা হয়েছে, একটি সংস্থার সঙ্গে সহযোগিতায় এই ইংরেজি শেখার ক্লাস করা হবে।
কী কী শেখানো হবে এই কোর্সে?
এখানে কীভাবে স্বচ্ছন্দ্যে ইংরেজিতে কথা বলতে পারেন সেটা শেখানো হবে। পাশাপাশি নিয়মিত প্র্যাকটিশ কীভাবে করবেন সেটাও শেখানো হবে।
এই কোর্সের ফি কী থাকবে?
এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোথাও কোনও ফি লাগবে না। কেবলমাত্র ১০০ শতাংশ যাতে উপস্থিত থাকে সেটা দেখতে হবে। সেটাই নিশ্চিত করতে হবে পড়ুয়াদের। অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশের তরফে যে কোর্স করানো হবে সেখানে যাতে পড়ুয়ারা ঠিকঠাক উপস্থিত থাকেন সেটা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। কারণ নিয়মিত এই কোর্স না করলে শেখার ক্ষেত্রে ফাঁক থেকে যেতে পারে। এই শেখার বিষয়টি নিয়ে গাফিলতি না করে নিয়মিত ক্লাস করার উপর পরামর্শ দেওয়া হয়েছে।
কোথায় শেখানো হবে এই স্পোকেন ইংলিশ?
কোথায় কখন ক্লাস হবে সেব্যাপারে হুগলি জেলা পুলিশ( গ্রামীণ) এর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সেই সঙ্গেই হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। সেই লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য় আপনি পেয়ে যেতে পারেন।
এদিকে পেশাদারি দুনিয়ায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইংরেজি বলতে পারাটা অত্যন্ত দরকার। কিন্তু বহু পড়ুয়ার এতে কিছুটা সমস্যা থাকে। মূলত বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করে তাদের এই সমস্যাটা মারাত্মক আকার ধারন করে। তবে এবার এনিয়ে বিশেষ উদ্যোগ হুগলি জেলা পুলিশ( গ্রামীণের)।
(Feed Source: hindustantimes.com)