সস্তায় কিনুন KTM 250 Duke, ভারতের বাজারে বিপুল দাম কমাল কোম্পানি

সস্তায় কিনুন KTM 250 Duke, ভারতের বাজারে বিপুল দাম কমাল কোম্পানি

250 Duke মডেলের দাম একধাক্কায় ২০ হাজার টাকা কমিয়েছে কোম্পানি। দেখে নিন এখন কিনলে আপনাকে ঠিক কত টাকা খরচ করতে হবে!

কলকাতা: KTM মানেই স্টাইলিশ বাইক। কিন্তু দাম একটু চড়া। এটাই অনেক বাইকপ্রেমীর আক্ষেপ। এবার তাঁদের জন্য সুখবর। 250 Duke মডেলের দাম কমাল Kraftfahrzeuge Trunkenpolz Mattighofen বা KTM। আরও বেশি গ্রাহক টানতেই এই সিদ্ধান্ত।

250 Duke মডেলের দাম একধাক্কায় ২০ হাজার টাকা কমিয়েছে কোম্পানি। তাহলে দাম কত দাঁড়াল? ২.২৫ লাখ টাকার (এক্স শো রুম, দিল্লি) কম। তবে এই ছাড় সীমিত সময়ের জন্য। কোম্পানির তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ছাড়া মিলবে। ডার্ক গালভানো, ইলেকট্রনিক অরেঞ্জ এবং আটলান্টিক ব্লু – এই তিনটি রঙের ভেরিয়েন্টেই ২০ হাজার টাকা ছাড় পাবেন গ্রাহক।

আপডেটেড KTM 250 Duke: KTM 250 Duke-এর কিছু গুরুত্বপূর্ণ আপডেটও সামনে এসেছে। এতে দেওয়া হয়েছে TFT ডিসপ্লে। গাড়ির যাবতীয় গুরুত্বপূর্ণ বিবরণ ফুটে উঠবে এতে। চালক সবকিছুই মনিটর করতে পারবেন। এতে রয়েছে দুটি রাইডিং মোড – স্ট্রিট এবং ট্র্যাক। এছাড়াও টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশনও দেওয়া হয়েছে। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যায়। বাম হ্যান্ডেলবারে সুইচ কিউবসের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন চালক। বে, আগের মডেলেও ব্লুটুথ কানেকটিভিটি ছিল।

ইঞ্জিন এবং পাওয়ার: KTM 250 Duke-এ দেওয়া হয়েছে 249 সিসি লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। যা 9,200 rpm-এ সর্বাধিক 30bhp শক্তি এবং 7,250 rpm-এ 25Nm টর্ক তৈরি করে। এই ইউনিটটি 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। পাশাপাশি এতে স্লিপার ক্লাচ এবং বাইডিরেকশনাল কুইক শিফটার, দুটোই রয়েছে।

স্টাইলিং: দুর্দান্ত লুক আর আকর্ষণীয় ডিজাইনই KTM-এর ইউএসপি। 250 Duke মডেলও তার ব্যতিক্রম নয়। এর সামনে রয়েছে সম্পূর্ণ LED হেডলাইট সেট আপ। পিছনেও তাই। স্প্লিট সিটিং অ্যারেঞ্জমেন্টে সাজানো হয়েছে গাড়ি। পিলিয়নের জন্য দেওয়া হয়েছে গ্র্যাব হ্যান্ডেল।

KTM 250 Duke-এ স্টিল ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনে আপসাইড-ডাউন ফর্কস এবং পিছনে মোনোশক সাসপেনশন দিয়েছে কোম্পানি। KTM এই বাইকের ফ্রন্ট হুইলে 320 মিমি-এর ডিস্ক ব্রেক দিয়েছে। আর রিয়ার হুইলে ফ্লোটিং ক্যালিপার সহ 240 মিমি-এর ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। সুপারমোটো মোডসহ ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এই মডেলে। যা রিয়ার হুইলে ABS নিষ্ক্রিয়কে করে দিতে পারে নিমেষে। আপডেটেড ভার্সনেও আগের মডেলের মতোই রয়েছে 17 ইঞ্চির অ্যালয় হুইল। এতে কোনও পরিবর্তন হয়নি।