Russia-Ukraine War: কয়েক বছর ধরে চলতে পারে ইউক্রেন যুদ্ধ, সতর্ক করলেন ন্যাটো প্রধান

Russia-Ukraine War: কয়েক বছর ধরে চলতে পারে ইউক্রেন যুদ্ধ, সতর্ক করলেন ন্যাটো প্রধান

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই ইউক্রেনে রাশিয়া-হামলা শুরুর পর চার মাস হতে চলেছে। কিন্তু এ যুদ্ধ এখনই থেমে যাওয়ার কোনও লক্ষণ নেই, বরং এই যুদ্ধ আরও কয়েক বছর ধরে চলতে পারে বলে সতর্ক করলেন পশ্চিমি সামরিক জোট ন্যাটো প্রধান স্টলটেনবার্গ। তবে এই সময়-পর্বে ইউক্রেনকে সাহায্য চালিয়ে যেতে পশ্চিমা দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ রবিবার এক সাক্ষাৎকারে ন্যাটোর প্রধান বলেন, (যুদ্ধ) কয়েক বছর ধরে চলবে, এ সত্য মেনে নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকবে হবে। তবে অবশ্যই ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন তুলে নেওয়া যাবে না।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটিকে অস্ত্র দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলি। কিয়েভ স্বীকারও করেছে, রাশিয়ার আক্রমণের মোকাবিলা করতে যে অস্ত্রের প্রয়োজন, তার কিছুটা পশ্চিমি বন্ধুদের কাছ থেকে পেয়েছে তারা।

অস্ত্র-সহায়তা বাড়াতে কয়েক দিন ধরেই সরব ইউক্রেনের কর্মকর্তারা। অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বাড়াতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী প্রায় ৫০টি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন।

(Source: zeenews.com)