Accident: ভয়ংকর! জাতীয় সড়কে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষ, মুহূর্তেই ভেতরে দলা পাকিয়ে গেল ৭ জন

Accident: ভয়ংকর! জাতীয় সড়কে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষ, মুহূর্তেই ভেতরে দলা পাকিয়ে গেল ৭ জন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মুহূর্তে ঘটে গেল ভয়ংকর ঘটনা। ঘটনাস্থলেই মৃত্য়ু হল ৭ জনের। এর মধ্যে ১টি শিশুও রয়েছে। আহত হয়েছেন ৮ জন। ধাক্কা লাগার পর ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। মঙ্গলবার ওই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের হাথরাসে।পুলিস সূত্রে খবর, হাথরাসের কুমারী গ্রাম থেকে পিকআপ ভ্যানটি যাচ্ছিল এটাওয়া। পিকআপ ভ্যানে উঠেছিলেন কমপক্ষে ১৫ জন। নিহত ৭ জনের মধ্যে রয়েছে ৩ পুরুষ, ৩ মহিলা ও ১‍ শিশু।

ওই দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে আদিত্যনাথ লিখেছেন, হাথরাসের দুর্গটনায় ৭ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিজনদের আমি গভীর সমবেদনা জানাচ্ছি। জেলা প্রশাসনকে আহতদের চিকিত্সার ভার নিতে বলা হয়েছে। নিহতদের আত্মার শান্তি হোক।

উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটেছে হাথরাসের সালেমপুর থানার কাছে। আহতদের ভর্তি করা হয়েছে নিকটবর্তী এক হাসপাতালে। পিকআপ ভ্যানটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।

(Feed Source: zeenews.com)