‘নির্বাচনে হারার পরে গিয়েছিলেন সিনেমা দেখতে’.. কপূর পরিবারকে অজানা এক গল্প শোনালেন মোদি

‘নির্বাচনে হারার পরে গিয়েছিলেন সিনেমা দেখতে’.. কপূর পরিবারকে অজানা এক গল্প শোনালেন মোদি

কলকাতা: নরেন্দ্র মোদির ডাকে সদ্যই গোটা কপূর পরিবার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। রাজ কপূরের ১০০ বছরের জন্মদিন উদযাপনে এদিন গোটা কপূর পরিবারকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর সেখানেই তাঁরা কাটালেন গোটা একটা সন্ধে। আলোচনা করলেন বিভিন্ন বিষয়ে। আর তার মধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে রইলেন রাজ কপূর। তাঁর ছবি কীভাবে অনুপ্রাণিত করেছে বছরের পর বছর ধরে, বিভিন্ন সময়ে, বিভিন্ন বিষয়ে কীভাবে আশার আলো দেখিয়েছে, সেই গল্পই উঠে এল প্রধামন্ত্রীর কথায়।

আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি গল্পের আসরে বসে বলছেন, ‘রাজ কপূরজীর ছবির শক্তি কোথায় ছিল জানেন? আমার আজও মনে আছে, তখন জনসংঘ ছিল রাজনীতিতে। দিল্লিতে নির্বাচন ছিল তখন। নির্বাচনে জনসংঘের হার হল। তো আডবাণীজি, অটলজী সবাই বললেন, ‘নির্বাচনে তো হেরে গেলাম, এবার কী করব?’ তখন সবাই মিলে ঠিক হল, সিনেমা দেখতে যাওয়া হবে। তখন সবাই মিলে সিনেমা দেখতে গেলেন। রাজ কপূরজীর সিনেমা, ‘ফির সুবহা হোগি’ (আবার সকাল হবে)। ভাবুন, জনসংঘের দুই নেতা নির্বাচনে পরাজয়ের পরে সিনেমা দেখতে গেলেন, ‘ফির সুবহা হোগি’। আর আজ সত্যি সত্যিই আবার সকাল হল।’

অন্যদিকে, এদিন সোশ্যাল মিডিয়ায় করিনা যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, লাল-সাদা ও কালো পোশাক পরে গিয়েছিলেন প্রত্যেকেই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রত্যেকে ছবি তোলেন। আর দুই পুত্র, তৈমুর ও জেহ-র জন্য প্রধানমন্ত্রীর থেকে করিনা সংগ্রহ করেন অটোগ্রাফ। করিনা যে ছবিগুলি দিয়েছেন তার মধ্যেই একটি ছবিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি কিছু লেখার ওপর সাক্ষর করছেন। পরের ছবিতে নিজেই সেই কথা প্রকাশ করেছেন করিনা। তৈমুর ও জেহ-কে উদ্দেশ্য করে মোদির এই সাক্ষরই খুদেদের উপহার। করিনা আরও জানিয়েছেন, ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত গোটা দেশে চলবে রাজ কপূরের ফিল্ম ফেস্টিভ্যাল। ৪০টা শহরের, ১৩৫টি সিনেমায় দেখানো হবে মোট ১০টি রাজ কপূরের ছবি। সিনেমা জগতে রাজ কপূরের অসীম অবদানকে স্মরণ করে নিতেই এই উদ্যোগ।

(Feed Source: abplive.com)