ভারতের একমাত্র ট্রেন যা ভাড়া নেয় না, ৭৩ বছর ধরে বিনামূল্যে ভ্রমণ করেন স্থানীয়রা

ভারতের একমাত্র ট্রেন যা ভাড়া নেয় না, ৭৩ বছর ধরে বিনামূল্যে ভ্রমণ করেন স্থানীয়রা

ভাকরা নাগাল বাঁধ দেখা যায় বিনামূল্যে

হিমাচল প্রদেশ এবং পঞ্জাব সীমান্তে চলা এই বিশেষ ট্রেন চলে ভাকরা ও নাগালের মধ্যে। কেউ যদি এই বাঁধ দেখতে যান তাহলে তাঁরা বিনামূল্যে এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

৭৩ বছর ধরে সুবিধা পান ২৫ টি গ্রামের মানুষ

গত ৭৩ বছর ধরে ২৫ টি গ্রামের মানুষ বিনামূল্যে ট্রেনে যাতায়াতের সুবিধা পান। এই ট্রেনটি ভাকরা বাঁধ সম্পর্কে মানুষকে জানানোর জন্য চালানো হয়। এর মূল উদ্দেশে বাঁধ তৈরিতে কী কী অসুবিধা হয়েছিল, তা জনগণকে জানানো। ট্রেনটি পরিচালনা করে ভাকরা-বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড। প্রসঙ্গত উল্লেখ্য পাহাড় কেটে এই রেলপথ তৈরি করা হয়েছিল।

শুরু হয়েছিল ১৯৪৯ সালে

ট্রেনটি ১৯৪৯ সালে চালানো শুরু করা হয়েছিল। সেক্ষেত্রে গত ৭৩ বছর ধরে সাধারণ মানুষ বিনামূল্যে ভ্রমণ করছেন। ২৫ টি গ্রামের অন্তত ৩০০ জন মানুষ প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করেন। এই মুহূর্তে এই ট্রেন থেকে ছাত্রছাত্রীরা সব থেকে বেশি উপকৃত হয়। ট্রেনটি দিনে দুবার যাতায়াত করে। এই ট্রেনে কোন টিকিট পরীক্ষক থাকেন না। ডিজেল চালিত এই ট্রেনটিতে দিনে ৫০ লিটার ডিজেল লাগে।

ট্রেন ছাড়ার সময়

এই ট্রেনটি সকাল ৭.০৫ মিনিটে নাগাল থেকে যাত্রা শুরু করে এবং ভাকরায় গিয়ে ৮.২০-তে ফিরে আসে। এরপর আবার বিতেল ৩.০৫-এ নাগাল থেকে ছেড়ে বিকেল ৪.২০-তে ভাকরা হয়ে ফেল নাগালে ফিরে আসে।