ফোন তুলেই তো ‘হ্যালো’ বলেন, কিন্তু কেন? কোথা থেকে এল? সকলের অজানা উত্তর জানুন…

ফোন তুলেই তো ‘হ্যালো’ বলেন, কিন্তু কেন? কোথা থেকে এল? সকলের অজানা উত্তর জানুন…

 

*এ কোথা সকলেরই জানা টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল। ফোন কী জিনিষ তিনিই পৃথিবীর মানুষকে চিনিয়েছেন। প্রথমে যে ফোন গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত সেই ফোনের চেহারা, আকারে অনেক বদল হয়েছে। ধীরে ধীরে হাতে হাতে এসেছে মোবাইল। কিন্তু সম্বোধনের জন্য ব্যবহৃত শব্দ তখনও ‘হ্যালো’ ছিল, এখনও তাই আছে। প্রতীকী ছবি।  

(Source: news18.com)