‘লাখখানেক চাকরি দিতে গিয়ে ৫০-১০০ টি কেসে তো ভুল হতেই পারে’, উবাচ মমতার

‘লাখখানেক চাকরি দিতে গিয়ে ৫০-১০০ টি কেসে তো ভুল হতেই পারে’, উবাচ মমতার

নিয়োগে দুর্নীতি বিতর্কে জর্জরিত রাজ্য সরকার। তবে কোনওরকম দুর্নীতি হয়েছে বলে মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘লাখখানেক চাকরির মধ্যে ৫০ থেকে ১০০ টা কেসে ভুল তো হতেই পারে। ‘

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি( মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে যে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়ে সোমবার বিধানসভায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ান মমতা। তিনি স্পষ্ট করে দেন, এসএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি নেই। কয়েকটি ‘ভুল’ হয়ে গিয়েছিল। যেটা অসম্ভব কিছু নয় বলেও জানান মমতা। তাঁর কথায়, ‘লাখখানেক চাকরির মধ্যে ৫০ থেকে ১০০ টা কেসে ভুল তো হতেই পারে।’

সঙ্গে মমতা আশ্বাস করেন, যে ‘ভুল’ হয়েছে, তা শুধরে নেবে রাজ্য সরকার। সেজন্য রাজ্যকে সময় দিতে হবে। রাজ্যের বেকার যুবক-যুবতীদের তাঁর সরকারই চাকরি দেবে বলে দাবি করেছেন মমতা।

(Source: hindustantimes.com)