ইনফোসিস কলকাতায় একাধিক পদে নিয়োগ হতে চলেছে। আগামী সপ্তাহের শনিবার ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার কলকাতা ক্যাম্পাসে সেই ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’ হবে। আর সেই ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’-র মাধ্যমে একাধিক পদে নিয়োগ করা হবে বলে ইনফোসিসের তরফে জানানো হয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে নিউ টাউনের অফিসে সেই নিয়োগ প্রক্রিয়া চলবে। SAP ডেভেলপার এবং কনসালটেন্টদের নিয়োগ করা হবে। প্রার্থীরা সেজন্য আগেভাগেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।
ইনফোসিস কলকাতায় কোন কোন পদে নিয়োগ করা হবে?
১) SAP ABAP Developer (২-১৫ বছর)
২) SAP FICO Consultant (৩-১৫ বছর)
৩) SAP SD Consultant (৩-১৫ বছর)
৪) SAP MM Consultant (৩-১০ বছর)
৫) SAP BASIS Consultant (২-১৫ বছর)
৬) SAP BW/HANA/BODS/Data Migration (২-১৫ বছর)
৭) SAP ISU Consultant (২-১০ বছর)
৮) SAP UI5/FIORI/BTP Consultant (২-১৫ বছর)
৯) SAP PP/QM Consultant (২-১৫ বছর)
১০) SAP Security Consultant (২-১৫ বছর)
১১) SAP EWM Consultant (২-১৫ বছর)
১২) SAP TM Consultant (২-১৫ বছর)
ওয়াক-ইন রিক্রুটমেন্টের জন্য কী কী নথি লাগবে?
১) সাম্প্রতিক তথ্য থাকা সিভি।
২) সচিত্র সরকারি পরিচয়পত্র।
২) দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
ইনফোসিসেস ওয়াক-ইন রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
অভিজ্ঞতা: ২ বছর থেকে ১৫ বছর।
ওয়াক-ইন রিক্রুটমেন্টের তারিখ: ২১ ডিসেম্বর, ২০২৪।
সময়: সকাল ১০ টা।
ঠিকানা: ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, পশ্চিমবঙ্গ, কলকাতা- ৭০০১৩৫ (Infosys Kolkata campus, New Town Road, Hatisala, West Bengal -700135)
ওয়াক-ইন রিক্রুটমেন্টের জন্য কীভাবে রেজিস্টার করতে হবে?
১) https://infy.com/4gmb7hX– তে যেতে হবে।
২) স্ক্রল করে নীচের দিকে আসতে হবে। সেখানে ‘Click to Proceed’ লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীদের। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা আছে। সেটার নীচেই আছে ‘Register’। সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে।
বাজারে ইনফোসিসের কী অবস্থা?
এমনিতে শেয়ার বাজারে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস ভালো জায়গায় আছে। বিএসইতে ইনফোসিসের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৯৯৯.৮৫ টাকা। শুক্রবার বাজার বন্ধের সময় সেই দামটা ছিল। ৫২ সপ্তাহের শীর্ষে পৌঁছেছিল শুক্রবারই (১৩ ডিসেম্বর)। তবে বাজার বন্ধের সময় কিছুটা পতন হয়েছিল ইনফোসিসের শেয়ারের দাম।
(Feed Source: hindustantimes.com)