করাচি: আইপিএলে অবিক্রিত তাঁরা। নিলামের টেবিলের কোনও দলই তাঁদের নিয়ে আগ্রহ দেখায়নি। কিন্তু আইপিএলে (IPL) বাতিল সেই ক্রিকেটারদের নিতে গিয়েও সমস্যায় পড়েছেন পাকিস্তান সুপার লিগের (PSL) ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে স্টিভ স্মিথ, সৌদি আরবের জেড্ডায় আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন, এরকম এক ঝাঁক তারকা ক্রিকেটারদের নিতে চায় পিএসএলের বিভিন্ন দল। কিন্তু, তাঁরা পিএসএলে খেলতে চাইছেন না বলেই খবর। আইপিএলের তুলনায় পিএসএলে আর্থিক চুক্তির অঙ্ক কম হওয়াটাই এর কারণ বলে মনে করা হচ্ছে। যে কারণে বড় সমস্যার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ঘটনা হচ্ছে, আইপিএলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে পাকিস্তান সুপার লিগ। সূচি অনুযায়ী, এবার একই সময়ে আইপিএল ও পিএসএল – দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে। আইপিএলে না থাকা তারকাদেরই একমাত্র কিনতে পারবে পিএসএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল।
শোনা যাচ্ছে, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিরা মিলে যে সমস্ত ক্রিকেটারদের পাওয়া যাবে, তার একটা তালিকা তৈরি করেছে। শোনা যাচ্ছে, সেই তালিকায় ওয়ার্নার, স্মিথের মতো বেশ কিছু নামী ক্রিকেটারেরা রয়েছেন। এই তালিকায় আইপিএলের নিলামে অবিক্রিত এক ঝাঁক তারকার নাম রাখা হয়েছে। যদিও তাঁদের দলে নিতে পারছে না পিএসএলের দলগুলি।
শোনা যাচ্ছে, পিএসএল-এর বেতন দেখেই নাকি নাম করা বিদেশি ক্রিকেটারেরা খেলতে চাইছেন না। সংশ্লিষ্ট ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির তরফে। সূত্রের খবর, অধিকাংশ তারকাই কম বেতনের কারণে পাকিস্তানে খেলতে আগ্রহী নন।
আইপিএলের নিলামে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটারেরা দল পাননি। তাঁদেরকেই দলে নিতে চেয়েছিল পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিরা। পিএসএল-এর নিজস্ব নিয়ম অনুযায়ী, প্রত্যেক দল কোনও একজন ক্রিকেটারের জন্য সর্বোচ্চ ২০০,০০০ মার্কিন ডলার খরচ করতে পারবে। এই বেতনে নাকি কোনও নামী তারকা পাকিস্তানে খেলতে যেতে চাইছেন না।
পিএসএলের নতুন চিফ এগজিকিউটিভ অফিসার সলমন নাসির ফ্র্যাঞ্চাইজি মালিকদের সরাসরি খেলোয়াড়দের এজেন্টদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি এতে জড়িত হতে চাইছে না। যদিও তাতে লাভ হয়নি বলেই খবর।
(Feed Source: abplive.com)