অ্যালেক্সা! এক আজব যান্ত্রিক কণ্ঠস্বর। আলপিন থেকে এলিফ্যান্ট – যেকোনও বিষয়েই যাকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায়! এহেন অ্য়ালেক্সা বহু ভারতীয়েরই এখন ‘ঘরের লোক’। তা সেই ঘরের লোককে গোটা ২০২৪ সাল জুড়ে কী কী প্রশ্ন করলেন ভারতীয়রা? তারই বিস্তারিত তথ্য সামনে এনেছে অ্য়ামাজন ইন্ডিয়া কর্তৃপক্ষ।
তারা বলছে, ভারতীয়রা সবথেকে বেশি ক্রিকেট সম্পর্কিত নানা প্রশ্ন রেখেছে অ্য়ালেক্সার কাছে। এছাড়াও, ভারতীয়দের যে সেলেবদের নিয়ে ভারী কৌতুহল, তাও ভালোই মালুম হয়েছে অ্য়ালেক্সার!
কারণ, সেলিব্রিটি, বিখ্যাত মানুষদের নিয়েও অ্য়ালেক্সাকে অনেক প্রশ্ন করেছে ভারতীয়রা। এছাড়াও, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ইভেন্ট নিয়ে বছরভর অ্য়ালেক্সাকে প্রশ্ন করা হয়েছে বলে জানিয়েছে অ্য়ামাজন ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এর পাশাপাশি, গ্রাহক বা ইউজারদের যখনই মনে হয়েছে, তাঁরা অ্যালেক্সার মাধ্যমে নিজেদের পছন্দের গান শুনেছেন, অ্যালেক্সার কাছ থেকে রান্নাঘরের নানা টিপস নিয়েছেন! তালিকায় রয়েছে আরও অনেক কিছু!
২০২৪ সালে অ্য়ালেক্সাকে সবথেকে বেশি কোন প্রশ্ন করেছেন ভারতীয়রা?
সেই প্রশ্নটি হল – ‘অ্য়ালেক্সা, ক্রিকেটের স্কোর কত হল?’ আজ্ঞে হ্যাঁ। ভারতীয়রা নাকি সবথেকে বেশি এই প্রশ্নটিই করেছেন যান্ত্রিক ওই কণ্ঠস্বরকে। এর থেকেই স্পষ্ট ভারতীয়দের কাছে ক্রিকেট কতটা জরুরি।
ক্রিকেট সংক্রান্ত আরও যে প্রশ্নগুলি ভারতীয়রা সবথেকে বেশি অ্য়ালেক্সাকে করেছেন, সেগুলি হল –
‘অ্য়ালেক্সা, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার স্কোর কত?’
‘অ্য়ালেক্সা, ক্রিকেট ম্য়াচ কখন শুরু হবে?’
‘অ্য়ালেক্সা, এর পরের ক্রিকেট ম্যাচ কবে আছে?’
‘অ্য়ালেক্সা, ভারতের ম্যাচ কবে আছে?’
‘অ্য়ালেক্সা, ভারত বনাম ইংল্য়ান্ডের ম্যাচের স্কোর কত?’
বিখ্যাতদের নিয়ে অ্যালেক্সাকে কেমন প্রশ্ন করেছেন ভারতীয়রা?
আমভারতীয়দের বিখ্যাত মানুষদের সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে। তাঁরা অ্যালেক্সার কাছে পছন্দের সেলেবের বয়স, উচ্চতা, সম্পত্তির পরিমাণ এবং তাঁদের স্বামী বা স্ত্রী সম্পর্কে জানতে চেয়েছেন।
যে সেলেবদের উচ্চতা জানতে চাওয়া হয়েছে, তাঁরা হলেন – বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কৃতী শ্যানন, দীপিকা পাডুকোন এবং হৃতিক রোশন।
যাঁদের বয়স জানতে চাওয়া হয়েছে, তাঁরা হলেন – বিরাট কোহলি, নরেন্দ্র মোদী, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সলমন খান, এমএস ধোনি, রোহিত শর্মা, হৃতিক রোশন এবং টেলর সুইফট।
এছাড়াও, মুকেশ আম্বানি, ইলন মাস্কের মতো ধনকুবেরদের ধনসম্পদের হদিশও জানতে চেয়েছে ভারতীয়রা। সেইসঙ্গে, চা, চিলি পনীর, পাটিয়ালা চিকেন, কোল্ড কফি এবং চকোলেট লাভা কেক কীভাবে বানাতে হয়, তা অ্য়ালেক্সার কাছে জানতে চেয়েছে তারা!
এছাড়াও, রয়েছে কিছু আজব প্রশ্ন। যেমন –
‘অ্যালেক্সা, তুমি এখন কী করছ?’
‘অ্যালেক্সা, তুমি হাসতে পার?’
‘অ্যালেক্সা, তোমার নাম কী?’
(Feed Source: hindustantimes.com)