North 24 Parganas News: ১১১ বছর বয়সের ঠাকুমার কাছ থেকে এলাকার অনেকেই শুনেছেন দেশের স্বাধীনতার সময়ের গল্প। প্রবীণ এই বৃদ্ধাকে এলাকার সকলেই ভালবাসতেন।
Parganas News: ডিজে বাজিয়ে ঠাকুমাকে বিদায়! গোটা গ্রাম নাচল ১১১ বছরের বৃদ্ধের শেষ যাত্রায়”
Parganas News: ডিজে বাজিয়ে ঠাকুমাকে বিদায়! গোটা গ্রাম নাচল ১১১ বছরের বৃদ্ধের শেষ যাত্রায়”
উত্তর ২৪ পরগনা: ছোটবেলায় বিয়ে হয়েছিল। আর্থিক সামর্থ্য না থাকায় কোন রকমে চার হাত এক হয়েছিল তখন। তারপর কেটে গিয়েছে প্রায় শতাধিক বসন্ত। ছেলেমেয়েদের বিয়ে হয়ে তাঁদেরও নাতি-নাতনি হয়েছে। তাই আমোদ প্রিয় ঠাকুমার ইচ্ছা ছিল শেষ যাত্রায় সকলে মিলে আনন্দ সহকারে বিদায় দিক তাঁকে। তাই ঠাকুমার শেষ ইচ্ছাকে মান্যতা দিয়েই শেষ যাত্রায় ডিজে বক্স বাজিয়ে ১১১ বছরের বৃদ্ধাকে বিদায় জানাল পরিবার থেকে গোটা গ্রামের মানুষজন। উত্তর ২8 পরগনার গাইঘাটা থানার বড় সেহানার বাসিন্দা বৃদ্ধা ঊষা রানী মণ্ডল পরলোক গমন করেন। পাঁচ ছেলেমেয়ে থাকলেও। বর্তমানে জীবিত রয়েছে মাত্র দু’জন।
১১১ বছর বয়সের ঠাকুমার কাছ থেকে এলাকার অনেকেই শুনেছেন দেশের স্বাধীনতার সময়ের গল্প। প্রবীণ এই বৃদ্ধাকে এলাকার সকলেই ভালবাসতেন। ঊষা রানী মণ্ডলও ছিলেন আমোদ প্রিয়। আর তাই এদিন শোকে নয়, আনন্দের মধ্যে দিয়ে বৃদ্ধাকে শেষ বিদায় জানালেন সকলে। স্থানীয় শ্মশানেই হল শেষকৃত্য।
শেষ যাত্রায় মৃত বৃদ্ধার আত্মীয় পরিজন-সহ গ্রামবাসীদেরও দেখা যায় কান্নার বদলে কোমর দুলিয়ে ডিজে এবং ব্যান্ড পার্টি সঙ্গে আবীর খেলে নাচ করতে। প্রায় ১০০ জন এই শেষ যাত্রা অংশ নিলেন আনন্দ সহকারেই। এমন কাণ্ড দেখে রাস্তার দু’ধারে ভিড় জমে যায় মানুষের। ঠাকুমার বিদায় বেলায় গোটা গ্রাম যেন দেখল অন্য ছবি।
রুদ্র নারায়ণ রায়